দারুণ সুযোগ, লকডাউনেই হন উপার্জনশীল, বিস্তারিত জানুন
Odd বাংলা ডেস্ক: দারুণ সুযোগ। S & S Institute সানন্দে জানাচ্ছে যে মেক আপ এখন আপনার হাতের মুঠোয় হাজির। কি ভাবে? আসুন জেনে নিই। এখন চলছে লক ডাউন পর্ব, কবে যে আমরা আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারবো কেউই জানিনা। কিন্তু তাই বলে কি আমরা উপার্জন করবো না? চুপচাপ ঘরে বসে থাকলে কিন্তু আমাদের স্বনির্ভর হওয়া হবেনা। আর এখন যা দিনকাল পড়েছে সবাই কেই উপার্জনশীল হতেই হবে। তাই প্রখ্যাত সেলিব্রিটি মেক আপ আর্টিস্ট সন্দীপ দত্ত তার S & S Institute এর মাধ্যমে এনেছে এক সুবর্ণ সুযোগ। এখন থেকে Online/ Direct class এ বসেই Bridal make up এর কোর্স শিখতে পারবেন তাও বিনা মূল্যে। তবে আসন সংখ্যা সীমিত হওয়ার জন্য মাত্র 30 জন ইচ্ছুক ব্যক্তিই পাবেন এই সুযোগ। তাই তাড়াতাড়ি করুন, এই সুযোগ মিস করবেন না। বিশদে জানতে নীচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন 9804252726। *মনে রাখবেন সুযোগ কিন্তু বারবার আসেনা।*
Post a Comment