দুর্নীতিগ্রস্ত, অকর্মণ্য ও অযোগ্য সরকারি কর্মচারীদের বলপূর্বক ছাঁটাইয়ের পথে কেন্দ্রীয় সরকার
Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় সরকার নিতে চলেছে এক বিশেষ পদক্ষেপ। দীর্ঘদিন ধরে সরকারের মন্ত্রণালয় ও বিভাগের দুর্নীতিগ্রস্থ এবং অকর্মণ্য অফিসারদের বলপূর্বক ছাঁটাই করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। আর সেই কারণে কেন্দ্রের তরফে তৈরি করা হচ্ছে এক দীর্ঘ তালিকা। পঞ্চাশ বছর বয়স্ক এইসব আধিকারিকদের বাধ্যতামূলক অবসর গ্রহণ করানো হবে।
সূত্রের খবর, এই ছাঁটাইয়ের তালিকায় এ, বি এবং সি গ্রুপের কর্মকর্তাও অন্তর্ভুক্ত রয়েছে। সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান থেকে এইসব কর্মকর্তাদের রিপোর্ট চাওয়া হয়েছিল। কিন্তু করোনা মহামারি পরিস্থিতিতে এইসব কর্মকর্তাদের ফাইলগুলি স্থানান্তরের কাজটি করা হয়ে ওঠেনি। কারণ এই কঠিন পরিস্থিতিতে প্রতিনিধিত্ব কমিটি গঠন করা যায়নি। তবে কেন্দ্রীয় সরকার বর্তমানে নতুন করে কমিটি গঠন করেছে। এই কমিটিতে দুজন আইএএস কর্মকর্তা এবং ক্যাডার কন্ট্রোলিং অথরিটির একজন সদস্য রয়েছেন।
সূত্রের খবর, দুর্নীতি, অযোগ্যতা এবং কাজে অনিয়মের অভিযোগ যদি সত্য বলে প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবসর গ্রহণ করতে বাধ্য হবেন। আর এক্ষেত্রে অভিযুক্ত কর্মচারীদের নোটিশ, তিন মাসের বেতন এবং ভাতা দিয়ে অবসর গ্রহণ করানো হবে।
Post a Comment