চাঁদকে প্রদক্ষিণের ১ বছর পূর্ণ করল চন্দ্রযান-২, এখনও আরও ৭ বছরের জ্বালানি মজুত রয়েছে


Odd বাংলা ডেস্ক: ভারতের পাঠানো চন্দ্রযান-২ চাঁদের কক্ষপথে পরিক্রমার এক বছর পূর্ণ করল বৃহস্পতিবার এবং বর্তমানে চন্দ্রযান-২-এর সমস্ত যন্ত্রপাতি ভালমতোই কাজ করে চলেছে এবং আরও সাত বছর ধরে সচল থাকনে এটি কারণে এখনও এরক মধ্যে আরও সাত বছরের মতো পর্যাপ্ত জ্বালানী রয়েছে, এমনটাই জানাল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

প্রসঙ্গত, আজ থেকে ঠিক এক বছর আগে ২০১৯ সালের ২২ জুলাই লঞ্চ করা হয়েছিল চন্দ্রযান-২। এরপর গত ২০ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল চন্দ্রযান-২। ইসরোর তরফে জানানো হয়েছে, 'যদিও সফট ল্যান্ডিং-এর চেষ্টা করা হলে তা অসফল হয়েছিল, তবে এর অরবিটার চাঁদের কক্ষপথে সফলভাবে প্রতিস্থাপিত করা গিয়েছিল। এই অরবিটারের মধ্যে আটটি আলাদা আলাদা বৈজ্ঞানিক যন্ত্রপাতি রয়েছে। গত এক বছরে চাঁদের চারিপাশে ৪ হাজার ৪০০ বারেরও বেশি প্রদক্ষিণ করেছে এই অরবিটার এবং প্রত্যেকটি যত্ন্রপাতি একেবারে যথাযথ কাজ করছে।'
সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, মহাকাশযানটি একেবারে স্বাস্থ্যকর রয়েছে এবং এর কার্যকারিতাও স্বাভাবিক রয়েছে। চন্দ্রযান-২-এর হাত ধরেই ভারত প্রথম চাঁদের অদেখা দক্ষিণ মেরুতে রোভারের সফট ল্যান্ডিং করার চেষ্টা করা হলে তা একেবারে শেষ মুহূর্তে এসে ব্যর্থ হয়। যান্ত্রিক গোলযোগের কারণে চন্দ্রপৃষ্ঠে হার্ড ল্যান্ডিং করে ল্যান্ডার বিক্রম। 

তবে উচ্চ রেজোলিউশন সমৃদ্ধ ক্যামেরা, বিজ্ঞানসম্মত পেলোড তাদের কার্যক্ষমতা জারি রেখেছে। লুনার সারফেস এবং চাঁদের বাইরের আবহাওয়া, যা অ্যাটমোস্ফিয়ার নামেও পরিচিত, তার ক্রমাগত ছবি পাঠিয়ে চলেছে চন্দ্রযান-২-এর অরবিটার। ইসরোর হেডকোয়ার্টারের তরফে জানানো হয়েছে, গত ১ বছর ধরে পেলোডগুলি থেকে বিভিন্ন তথ্যও ডাউনলোড করা হচ্ছে ইন্ডিয়ান স্পেস সায়েন্স ডাটা সেন্টারে। 
Blogger দ্বারা পরিচালিত.