এশিয়ার তিন দেশের সঙ্গেই সীমান্ত বিতর্কে চিন, ক্রমশ বিপদ বাড়ছে



Odd বাংলা ডেস্ক: ভুটানের সঙ্গে নতুন করে বিতর্কে জড়িয়েছে চিন। দেশটি সীমান্তে ভুটানের বন্যপ্রাণীর অভয়ারণ্যের দিকে নজর দিয়েছে। চিন দাবি করেছে ভুটানের পূর্ব প্রান্তে সাকতেং অভয়ারণ্য তাদের ভূখণ্ডেরই অংশ। এই দাবির পরই চিনের বিরুদ্ধে ‘ডিমার্চে’ পাঠিয়েছে ভুটান। ‘ডিমার্চে’ হলো একটি কূটনৈতিক প্রতিবাদ, যা কোনো একটি ইস্যুতে একটি দেশের অবস্থান পরিষ্কার করে। এমনই তথ্য জানা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। ভুটানে চিনের দূতাবাস নেই। ভারতের রাজধানী নতুন দিল্লিতে চিনের দূতাবাসের মাধ্যমেই ভুটান চিনের সঙ্গে যোগাযোগ রাখে। 

চিনের দাবি কোনো ভাবেই মানছে না ভুটান। চিনও জানিয়েছে, আলোচনার মাধ্যমে ভুটানের সঙ্গে সীমান্ত বিতর্কে স্থায়ী সমাধান চায় চিন। জুনে অনুষ্ঠিত ৫৮তম গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটির (জিইএফ) বৈঠকে চিনারা সাকতেং অভয়ারণ্য নিয়ে আপত্তি উত্থাপন করে। তাদের পক্ষ থেকে বলা হয়, বন্যজীবন অভয়ারণ্য প্রকল্পটি চিন ও ভুটানের সীমান্ত এলাকার বিতর্কিত স্থানে অবস্থিত। ভুটানের পূর্ব প্রান্তে সাকতেং অভয়ারণ্য তাদের ভূখণ্ডেরই অংশ। ভারত এর প্রতিবাদ করলেও বৈঠকের বিবরণীতে চিনের তোলা বিতর্ক স্থান পায়। সাকতেং অভয়ারণ্য ভুটানের এমন একটি অঞ্চলে অবস্থিত যা ভারতের অরুণাচল প্রদেশ ও চিন সীমান্তবেষ্টিত। 

ওই সম্মেলনে চিনের এমন দাবিতে সার্বভৌমত্বে হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানায় এশিয়ার অন্যতম ক্ষুদ্রতম দেশ ভুটন। চিনা দাবী লাদাখ, দক্ষিণ চিন সাগর, পূর্ব চিন সাগরের অন্যান্য অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পিপলস লিবারেশন আর্মির লড়াইয়ের সঙ্গে মিল রয়েছে। তবে সাকতেং অভয়ারণ্য নিয়ে চিনের দাবিকে নাকচ করে দিয়েছে গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, সাকতেং ভুটানের ভূখণ্ডের মধ্যেই অবস্থিত। তবে চিনের জোরাজুরিতে বিষয়টি নথিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে সাকতেং অভয়ারণ্য নিয়ে গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটিতে একটি আনুষ্ঠানিক চিঠি দেয় ভুটান। 

চিঠিতে দৃঢ়ভাবে চিনের দাবির প্রতি বিরোধিতা করা হয়। সেই সঙ্গে সার্বভৌমত্বের বিষয়টি নিয়েও চিঠিতে লেখা হয়। থিম্পু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, সাকতেং অভয়ারণ্য ভুটানের সার্বভৌম অঞ্চল। এটি নিয়ে কোনো বিরোধ নেই। জিইএফ কাউন্সিলের নথি থেকে চিনের ভিত্তিহীন দাবির মুছে ফেলার আহ্বান জানিয়েছে ভুটান। ভারতের পর ভুটানের সঙ্গে চিনের সীমান্ত বিতর্কে নিয়ে বিশেষজ্ঞদের বক্তব্য, ভারতকে চাপে ফেলতেই নতুন এই কৌশল অবলম্বন করছে চিন। 


এর আগে নেপালের সঙ্গে ভারতের সীমান্ত বিতর্কেও তাদের হাত রয়েছে বলে বিশেষজ্ঞ মহলের একাংশের বক্তব্য। এদিকে, গত মে মাসের শেষ পর্ব থেকে লাদাখ সীমান্তে চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিতর্ক নতুন চেহারা পায়। ভারত অভিযোগ করে চিন তাদের সীমান্তের ভেতর ঢুকে এসেছে এবং স্থায়ী কাঠামো তৈরি করছে। গালওয়ান, প্যাংগং এবং ডেপসং অঞ্চলে বিতর্কিত এলাকায় মৃদু সংঘর্ষ শুরু হয়। তবে ১৫ জুন রাতে গালওয়ান অঞ্চলে সংঘর্ষ তীব্র আকার নেয়। ২০ জন ভারতীয় সেনা নিহত হন। তারপর থেকে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পায়। সম্প্রতি নেপাল ভারত-নেপাল সীমান্তের কয়েকটি জায়গা নিজেদের মানচিত্রে ঢুকিয়ে নিয়ে সংসদে নতুন বিল পাশ করে। বিশেষজ্ঞদের একাংশের অভিযোগ, চিনের সমর্থনেই এ কাজ করেছেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। 

যা নিয়ে দেশের ভিতরেই বিতর্কের মুখোমুখি হতে হয় ওলি সরকারকে। এরপর আবার চিনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে নেপাল সরকারও। মে মাসে চিনের সরকারি টিভি চ্যানেল গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক টুইটারে পুরো মাউন্ট এভারেস্টকে ‘চিনের অংশ’ বলে চিহ্নিত করেছিল। বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাধায় টুইটটি মুছে দেয়া হয়।
Blogger দ্বারা পরিচালিত.