নতুন আতঙ্ক চিনে, কেমিক্যাল প্ল্যান্ট থেকে গ্যাস লিক!



Odd বাংলা ডেস্ক: চিনের শিচুয়ান প্রদেশের লিসান শহরে কেমিক্যাল প্ল্যান্ট লিক হওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে সবার মধ্যে। সোশ্যাল মিডিয়ায় এ খবর ছড়ানোর পর অই শহরের মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ স্থলে আশ্রয় নিচ্ছে। তবে স্থানীয় কতৃপক্ষ বলছে, বাতাসে কোনও বিষাক্ত রাসায়নিক দ্রব্য পাওয়া যায়নি। এক টুইট বার্তায় স্থানীয় এক ব্যক্তি বলেছেন, বুধবার রাত থেকেই শহরের উইটংকিয়াও জেলার প্ল্যান্ট থেকে ঘন সাদা কুয়াশা বের হতে দেখছেন। বৃহস্পতিবার সকালে পলিসিলিকন উত্পাদনকারী একটি কারখানা থেকে অল্প পরিমাণে হাইড্রোজেন ক্লোলোরাইড গ্যাস নির্গত হয়েছিল বলে দাবি করছে কতৃপক্ষ। 

জল ও বিদ্যুৎ সরবরাহে বাধা দেখা দিলে প্ল্যান্টের গ্যাস নিষ্কাশন পদ্ধতিতে বাধাগ্রস্ত হয় এর ফলে গ্যাস নির্গত হয়। তবে এর পিছনে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও পাওয়া গেছে। জলের সাথে বিক্রিয়ার পর হাইড্রোজেন ক্লোলোরাইড শক্তিশালী হাইড্রোলিক এসিড তৈরি করে। এইটা মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তাই এখন চিন্তার বিষয়। উইটংকিয়াও শহরে ৬০ টিরও বেশি রাসায়নিক সংস্থা রয়েছে এবং কাঁচামাল উৎপাদনে চিনের ১০ টি স্থানের মধ্যে একটি। গেল বছর চিনের জিয়াংসু প্রদেশে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জন মানুষ মারা গেছে এবং আহত হয়েছে ছয় শতাধিক মানুষ। এর আগে ২০১৫ সালে চিনের তিয়ানজিন শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৭৩ জন মানুষের মৃত্যু হয়।
Blogger দ্বারা পরিচালিত.