সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষের গণ্ডি পেরল, পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও
Odd বাংলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮৯৮ জন। যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে ২৯ লক্ষের গন্ডি পেরল। এখনও পর্যন্ত প্রায় ২১ লক্ষ কোভিড রোগী করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছে। যার ফলে সারা দেশে করোনায় সুস্থতার হার ৭৪.৩০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার কবলে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৪ হাজার ৮৪৯। সরকারি পরিসংখ্যান অনুসারে সারা দেশে মৃত্যুর হার ১.৮৯ শতাংশ। করোনা মহামারির জেরে সারা বিশ্বের মধ্যে তৃতীয় করোনা বিধ্বস্থ দেশ হল ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ১৭দিন ধরে ভারতে দৈনিক রেকর্ড মাত্রায় করোনা সংক্রমণ হয়েছে।
প্রসঙ্গত, সারা বিশ্বে করোনায় সবচেয়ে বিপর্যস্ত যে দেশ হল আ মেরিকা, সেখানে আক্রান্তের সংখ্যা ৫৫.৭৩ লক্ষ, এরপরেই রয়েছে ব্রাজিল, সেখানে আক্রান্ত ৩৫.০১। আর তৃতীয় স্থানে বিরাজ করছে ভারত।
ভারতে এ পর্যন্ত ৩.৩ কোটিরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে; গতকালই দেশে ৮.০৫ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছিল। বৃহস্পতিবার রাশিয়ার সরাসরি বিনিয়োগ তহবিলের (আরডিআইএফ) প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিভ বৃহস্পতিবার জানিয়েছেন, রাশিয়া কোভিড-১৯-এর টিকা স্পুটনিক ভি তৈরির জন্য ভারতের সঙ্গে অংশীদারিত্বের সন্ধানে রয়েছে।
Post a Comment