সুখবর, খানিকটা হলেও কমল দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা, বাড়ছে সুস্থতার হার


Odd বাংলা ডেস্ক: দেশে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা খানিকটা হলেও আপনাকে স্বস্তি দেবে। আগের থেকে একটু হলেও কমল দৈনিক সংক্রমণের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় আরও প্রায় ৫৫ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৭ লক্ষের গন্ডি। 

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। তবে মৃতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গিয়েছে। তাই উদ্বেগ একটা রয়েছেই। তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণের জেরে সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ লক্ষ ০২ হাজার ৭৪৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লক্ষ ৭৭ হাজার ৭৮০ জন। চিকিত্‍‌সাধীন রয়েছেন ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৯৩৭ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৭৩.১৮%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫১,৭৯৭। মৃতের হার ১.৯২ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় দেশে ৮,৯৯,৮৬৪ জনের কোভিড পরীক্ষা হয়েছে।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত বৃহস্পতিবার একদিনে সংক্রমিতের সংখ্যা প্রায় ৬৭ হাজারের কাছে চলে যায়। এখনও পর্যন্ত সেটাই দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। তারপর থেকে টানা কয়েকদিন সংক্রমণ ৬০ হাজারের উপরে থাকলেও সোমবার তা কিছুটা কমেছিল। গ্রাফ আরও কিছুটা নামল মঙ্গলবারও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭,০৭৯ জন। মৃত্যু হয়েছে আরও ৮৭৬ জনের।
Blogger দ্বারা পরিচালিত.