দেশে একদিনে করোনা আক্রান্ত ৬৪ হাজার, আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪.৬১ লক্ষ, মৃত্যু অব্যাহত
Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৪,৫৫৩টি করোনভাইরাস কেস ধরা পড়েছে, যার ফলে দেশের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৪ লক্ষ ৬১ হাজার ১৯০। গত ১০ দিন ধরে বিশ্বের সবচেয়ে বেশি দৈনিক আক্রান্তের হারে রেকর্ড করেছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, গত ৪ থেকে ১৩ অগাস্ট পর্যন্ত সারা বিশ্বের মধ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।
তবে এযাবত করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ লক্ষ ৫১ হাজার ৫৫৫ জন। সর্বপরি সুস্থতার হার এই মুহূর্তে ৭০.৭১ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১,০০৭জন। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮,০৫০ জন।
আক্রান্তের সংখ্যা সংখ্যার নিরিখে এখনও আমেরিকা এবং ব্রাজিলের পরেই অবস্থান করছে ভারত। করোনাভাইরাস মহামারির কারণে সারা বিশ্বে ২.০৯ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭.৫৫ বক্ষ মানুষ।
Post a Comment