এশিয়ার মধ্যে প্রথম, চেন্নাইয়ে কোভিড রোগীর শরীরে সফলভাবে প্রতিস্থাপিত হল ২টি ফুসফুস
Odd বাংলা ডেস্ক: চেন্নাইয়ের এক হাসপাতালের একটি সার্জেনের একটি দল এক কোভিড রোগীর শরীরে এশিয়ার মধ্যে এই প্রথমবার সফলভাবে দুটি ফুসফুস সফলভাবে প্রতিস্থাপিত করল। দিল্লি থেকে আসা ৪৮ বছর বয়সী এক রোগীর শরীরে এই প্রতিস্থাপন করা হয়েছিল, যিনি কোভিড-১৯-এর সঙ্গে মারাত্মক ফুসফুসের সংক্রমণেও ভুগছিলেন। কোভিড-১৯-সম্পর্কিত ফাইব্রোসিসের কারণে ফুসফুসগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল।
হাসপাতালের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'তিনি ৮ জুন কোভিড আক্রান্ত হয়েছিলেন, ফুসফুসের কেবলমাত্র একটি ছোট অংশ কাজ করছিল কেবল। তিনি যখন আর নিঃশ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না এবং অক্সিজেনের স্যাচুরেশন কমে আসছিল, সেই অবস্থায় গত তাঁকে ২০ জুন ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়। ভেন্টিলেটর সাপোর্ট সত্ত্বেও তাঁর অবস্থার আরও অবনতি হতে থাকে, ২০ জুলাই তাকে গাজিয়াবাদ থেকে চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ারে নিয়ে যাওয়া হয়। সর্বাধিক ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া সত্ত্বেও তাঁর ফুসফুসের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল এবং তাঁকে গত ২৫ জুলাই থেকে এক মাসেরও বেশি সময় ধরে তাঁকে ইসিএমও সাপোর্টে রাখা হয়েছিল। এ জাতীয় রোগীদের সুসজ্জিত আইসিইউ-তে রেখে পরিচালনা করাটা খুবই কঠিন।'
এরপর গত ২৭ অগাস্ট ওই রোগীর শরীরে ফুসফুস প্রতিস্থাপন করা হয়। বর্তমানে আক্রান্ত রোগী ট্রান্সপ্ল্যান্ট আইসিইউতে রয়েছেন, এবং তাঁদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে খবর, এটি হল এশিয়ার প্রথম একজন কোভিড রোগীর শরীরে ফুসফুসের প্রতিস্থাপন এবং লকডাউন শুরু হওয়ার পরে হাসপাতালে দ্বিতীয় ফুসফুসের প্রতিস্থাপন।
Post a Comment