কোভিড স্পেশাল খাবার: মাস্ক নান এবং করোনা-কারি এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং


Odd বাংলা ডেস্ক: মানুষের শয়নে-স্বপনে জাগরণে এখন একটাই নাম, তা হল করোনাভাইরাস। মানুষের ভাবনা-চিন্তা কিন্তু এখন করোনাকে কেন্দ্র করেই আবর্তিত। কিন্তু করোনা নিয়ে মানুষের সৃজনশীল দিকটি জানলে সত্যিই অবাক হতে হয়। এর আগে কলকাতার বাজারে এসেছিল করোনা সন্দেশ। আর এবার করোনা থিমের নান এবং কারি নিয়ে এল যোধপুরের একটি রেস্তোরাঁ। বৈদিক নামে একটি নিরামি, রেস্তোরাঁ, যারা ঐতিহ্যবাহী উত্তর ভারতীয় এবং রাজস্থানী খাবার পরিবেশন করে থাকে। তাদের এবার বিশেষ নিবেদন মাস্ক নান এবং করোনা কারি। 

বৈদিক তার সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ খাবারের ছবি দিয়ে বলেছে, সাধারণ মানুষের মধ্যে করোনা মহামারি সম্পর্কে সচেতনতার জন্য তাঁরা এমন অভিনব রান্নার কনসেপ্ট নিয়ে এসেছে। তাঁরা এই অভিনব গ্রেভি এবং নানের রেসিপি নিয়ে আসতে পারায় গর্বিত। 

Blogger দ্বারা পরিচালিত.