রাম মন্দিরের ভূমিপূজন শেষ, এবার প্রধানমন্ত্রীর কাছ থেকে দক্ষিণা চাইলেন প্রধান পুরোহিত
Odd বাংলা ডেস্ক: রামমন্দিরের ভূমিপূজনের দায়িত্ব সামলেছিলেন যে পুরোহিত, সেই গঙ্গাধর পাঠক এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দক্ষিণা চাইলেন। পুরোহিতমশাই পুজো করলে দক্ষিণা তো তাঁর প্রাপ্য। কিন্তু ভূমিপূজনের প্রধান পুরোহিত কোনও টাকা-পয়সা দাবি করেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি আর্জি জানিয়েছেন, সারা দেশে যেন গো-হত্যা নিষিদ্ধ করা হয়।
তিনি জানান, প্রধানমন্ত্রী আইন করে যদি সারা দেশে গোহত্যা নিষিদ্ধ করে দেন, তাহলে সেটাই হবে তাঁর পৌরহিত্যের দক্ষিণা। তাঁর মনে হয়েছে, দেশের বেশিরভাগ নাগরিকই গো-হত্যার বিপক্ষে, আর সেই কারণেই তিনি সারা দেশের মানুষের মুখপাত্র হয়ে দেশে গো-হত্যা নিষিদ্ধ করে দেওয়ার দাবি করছেন।
৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সংকল্প করে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে অযোধ্যায় ভূমিপূজনের কাজ। এরপর সব ঠিকঠাক থাকলে সোমবার থেকেই শুরু হবে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ। যে পাঁচ পুরোহিতের হাতে ভূমিপূজন সম্পন্ন হয়েছে, তাঁরা সকলেই নিজেদের দক্ষিণা পেয়ে গিয়েছেন, তবে পুজোর পারিশ্রমিক ছাড়াও বিশেষ এই দক্ষিণা দাবি করেছেন মন্দিরের প্রধান পুরোহিত গঙ্গধর পাঠক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাতকারে নিজের মনের এই ইচ্ছের কথা জানিয়েছেন মুঙ্গেরের বাসিন্দা পণ্ডিত গঙ্গাধর পাঠক।
Post a Comment