৬ মাস পর বরফ কেটে উদ্ধার করা হল ভারতীয় সেনার নিথর দেহ



Odd বাংলা ডেস্ক: ভারতের জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় বরফের নীচ থেকে এক সেনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাজেন্দ্র সিংহ নেগি (৩৬) নামের ওই সৈনিক ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন। সেনা সূত্রের খবর, ভারতীয় সেনাবাহিনীর ১১ গঢ়বাল রাইফেলসের হাবিলদার পোস্টে কর্মরত ছিলেন রাজেন্দ্র। চলতি বছরের জানুয়ারিতে গুলমার্গে টহলদারির সময় পা পিছলে খাদে পড়ে যান তিনি। 

পুরু বরফের নীচে চাপা পড়ে যান তিনি। গতকাল শনিবার সেনা সদস্যরা গুলমার্গে নিয়ন্ত্রণরেখা বরাবর টহলদারির সময় পুরু বরফের নীচে চাপা পড়া একটি মৃতদেহ দেখতে পান। তারপর বরফ কেটে দেহটি উদ্ধার করা হয়। সহকর্মীরাই তার দেহ সনাক্ত করেন। সেনা সূত্র আরও জানায়, সেনাবাহিনীতে নিখোঁজের রিপোর্ট দায়ের হয় ৮ জানুয়ারি। যদিও সেনার তরফে সরকারিভাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি তখন।  তারপর থেকেই নিখোঁজ রাজেন্দ্রর খোঁজে সবরকম চেষ্টা চালানো হচ্ছিল। 

কিন্তু কোনো সন্ধান না পেয়ে জুন মাসে তিনি মারা গেছেন বলে ঘোষণা করা হয়। ২১ জুন পরিবারকে সে কথা জানিয়ে দেয়া হয়। কিন্তু রাজেন্দ্রর স্ত্রী রাজেশ্বরী দেবী সে কথা মেনে নিতে পারেননি। সেনা কর্তৃপক্ষকে তিনি জানিয়ে দিয়েছিলেন, মৃতদেহ নিজে চোখে না দেখা পর্যন্ত তারা রাজেন্দ্রর মৃত্যু হয়েছে, এ কথা মেনে নেবেন না। অবশেষে গতকাল শনিবার স্বাধীনতা দিবসের দিনই সেই দেহ উদ্ধারের পর ফের তাদের খবর পাঠানো হয়েছে। সেনা হাসপাতালে মেডিকেল প্রক্রিয়ার পর পরিবারের হাতে দেহ তুলে দেয়া হবে মৃতদেহ।
Blogger দ্বারা পরিচালিত.