করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দিলীপ কুমারের ছোট ভাই আসলাম খান!


Odd বাংলা ডেস্ক: দিলিপ কুমারের ছোট ভাই এহসান খান এবং আসলাম খান-এর কিছুদিন আগেই কোভিড রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে যে প্রবীণ অভিনেতার ভাইয়েরা গত ১৬ অগাস্ট শ্বাসকষ্টের সমস্যা নিয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক খবর, আজ সকালে লীলাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসলাম খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। 

লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ আসলাম খানের মৃত্যুর খবর নিশ্চিত করে। তারা জানায়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ইস্কেমিক হার্টের অসুখ ছিল তাঁর। এর আগে কার্ডিওলজিস্ট ডাঃ নিতিন গোখলে-সহ ডাঃ জলিল পার্কার লিলাবতী হাসপাতালে আসলাম ও এহসানের চিকিৎসা করছিলেন। জানা যায়, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে দুই ভাই এহসান এবং আসলামের শরীরে অক্সিজেনের মাত্রা কম হওয়ায় তাঁদের ভেন্টিলেটার সাপোর্টে রাখা হয়েছিল। 

করোনার পাশাপাশি উচ্চ রক্তচাপ, বয়সজনিত অন্যান্য অসুস্থতার জন্য তাঁদের কোমর্বিডিটির সমস্যাও ছিল। স্বভাবতই আসলাম খানের মৃত্যুতে দিলীপ কুমারের পরিবারের কাছে এই পরিস্থিতি খুবই কঠিন। অন্যদিকে দিলীপ কুমারের আর এক ভাই এহসানের অবস্থাও আশঙ্কাজনক। 
Blogger দ্বারা পরিচালিত.