স্কুলবাস দুর্ঘটনা, ছাত্রদের বাঁচিয়ে চালক দিলেন নিজের প্রাণ



Odd বাংলা ডেস্ক: একটি স্কুল বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষে ওই ট্রাক চালক মারা গেছেন। মৃত্যুর আগে ওই চালক স্কুল বাসের শিক্ষার্থীদের জীবিত উদ্ধার করতে সাহায্য করেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ ঘটনা ঘটেছে। ২৫ বছর বয়সী জনাথন গ্রেয়ার বুধবার বিকালে ট্রাক চালাচ্ছিলেন। অবাবধনতা বশত একটি স্কুল বাসকে পিছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। ওই সময়ে স্কুল বাসটিতে ১০ জন শিক্ষার্থী ছিলো। 

এ ঘটনার পর ট্রাক চালক গ্রেয়ার ও বাস চালক শিশুদের উদ্ধারের চেষ্টা করে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় গ্রেয়ার সিট সরিয়ে বাচ্চাদের উদ্ধার করছেন। এক পর্যায়ে গ্রেয়ার জ্ঞান হারিয়ে ফেলেন এবং মাটিতে পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

 এদিকে স্কুল বাসের ১০ জনের ৬ জন এবং বাস চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের সবার অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় শোক জানিয়েছেন গভর্নর ব্রায়ান কেম্প। সেই সাথে ট্রাক চালকের পরিবার ও আহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Blogger দ্বারা পরিচালিত.