দুলাল লাহিড়ী, ভিলেন হওয়ার অর্থ বদলে দিয়েছেন যিনি


Odd বাংলা ডেস্ক: পুরনো কিছু চেনা মুখকে কখনও ভুলিবার নয়। ঠিক এমনই একজন চলচ্চিত্র জগতের পুরনো মুখ বলতেই এক অন্যতম নাম দুলাল লাহিড়ীর কথা আমাদের সকলের মনে পড়ে যায়, যদিও তিনি চলচ্চিত্র জগত থেকে রেহাই নেননি।এখনও নিয়মিত কিছু সিরিয়ালে টিভির ছোটপর্দায় নিজের প্রতিভা তুলে ধরেন। দুলাল লাহিড়ী জন্মগ্রহণ করেন ২৪ আগস্ট ১৯৪৭ সালে।তিনি স্কটিশ চার্চ কলেজ পড়াশোনা শেষ করেন। 

তিনি প্রথম জিবনে থিয়েটার করা শুরু করেন, এবং ধিরে ধিরে তিনি টেলিভিশনের বড়পর্দায় কিছু হিত সিনেমায় বিনোদনের চরিত্রে কাজ অভিনয় করেন এবং একসময় ছোটপর্দার কিছু সিরিয়ালে খলনায়ক চরিত্রেও তিনি অভিনয় করেন। তিনি বলেছেন 'থিয়েটার অভিনয় করতে শেখায়, ক্যামেরা সেটা কখনোই পারেনা'।তিনি ১৯৮৮ থেকে প্রথম সৌমিত্র চ্যাটার্জি -র সিনেমার অভিনয় করেন। ১৯৮৮ -এর অগ্নিসঙ্কেত থেকে শুরু করে বিভিন্ন সময়ের সিনেমা ও চলচ্চিত্রগুলিতে অভিনয় করেন যেমন - রক্ত নদীর ধারা(১৯৯৪), সংঘর্ষ(১৯৯৫), ভয়(চলচ্চিত্র)(১৯৯৬), মনির মাঝে তুমি(২০০২), ব্যোমকেশ ও ছিরিয়াখানা(২০১৬),হইচই আনলিমিটেদ(২০১৮)।
Blogger দ্বারা পরিচালিত.