করোনার টিকা নেওয়ার পরই কি মারা গিয়েছেন পুতিনের মেয়ে? জেনে নিন আসল সত্য
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বের মধ্যে প্রথমবার করোনার টিকা নিয়ে এসে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল রাশিয়া। রাশিয়ার তৈরি প্রথম করোনার প্রতিষেধক 'স্পুটনিক ভি' তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল রাশিয়া। আর সেই প্রতিষেধক প্রথম প্রয়োগ করা হয় ভ্লাদিমির পুতিনের মেয়ের শরীরে। আর তারপরই নাকি মৃত্যু হয়েছে পুতিন কন্যা ইয়েক্যাতেরিনার। এদিন এই খবরেই সরগররম ছিল সোশ্যাল মিডিয়ায়। আসল সত্যটা কী?
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়ে যেখানে দেখা গিয়েছে একটি মেয়েকে টিকা দেওয়া হচ্ছে। আর সেই মেয়েটিকেই পুতিনের মেয়ে বলে দাবি করা হয়। কিন্তু পরে তা ভুয়ো বলে জানা যায়। 'টরেন্টো টুডে'-এর ওয়েবসাইট প্রকাশিত প্রতিবেদনে পর গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় শুরু হয় যে, টিকা নেওয়ার ফলেই প্রাণ হারিয়েছেন পুতিন কন্যা।
তবে এই খবর সম্পূর্ণ ভুয়ো। কারণ পুতিন কন্যার মৃত্যুর খবর যে ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে, সেটি একটি জ্যোতিষ বিষয়ক সাইট। এমনকী সেখানে এ-ও লেখা রয়েছে যে বিষয়টি সত্যি হতে পারে আবার নাও হতে পারে। প্রসঙ্গত, আর কোথাও এই বিষয়ক কোনও খবর বের হয়নি, এমনকি রাশিয়ার কোনও সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়নি।
Post a Comment