অসুস্থ হয় পড়ার আগে গ্রামের বাড়ির কাঁঠাল খেতে চেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়, জানালেন ছেলে অভিজিৎ


Odd বাংলা ডেস্ক: হাসপাতালে ভর্তি হওয়ার দিন কয়েক আগে ছেলে অভিজিতের সঙ্গে কথা হয়েছিল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তখন ছেলের কাছে নিজের গ্রাম মিরাটির কাঁঠাল খাওয়ার আবদার করেছিলেন তিনি। দ্য টাইমস অব ইন্ডিয়াকে এমনটাই জানিয়েছেন ছেলে অভিজিৎ। 

অভিজিৎ বলেন, বাবা তাঁকে বলেছিলেন 'কাঁঠাল নিয়ে আয়।' অভিজিৎবাবু আরও বলেন, কলকাতা থেকে তিনি বীরভূমে তাঁদের মিরাটি গ্রামে গিয়েছিলেন বাবার জন্য কাঁঠাল আনতে। সেখান থেকে ২৫ কেজি ওজনের একটি পাকা কাঁঠাল নেন তিনি। এরপর গত ৩ অগাস্ট ট্রেনে তিনি দিল্লিতে যান বাবার কাছ। বাবা-ছেলে দু'জনেই ট্রেন ভ্রমণ করতে ভালবাসেন বলে জানান অভিজিৎ মুখোপাধ্যায়। 

তিনি আরও বলেন, ওইদিন তিনি কিছুটি কাঁঠাল খেয়েছিলেন এবং সৌভাগ্যবশত তাঁর সুগারের মাত্রা বেড়ে যায়নি। তিনি খুবই খুশি ছিলেন এবং সেইসময় অসুস্থও ছিলেন না। 

দিনকয়েক আগে নিজের বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে প্রণববাবুর এবং মাথায় রক্ত জমাট বেঁধে যায়। তার আগে কোভিড টেস্ট করা হলে তাঁর রিপোর্টও পজিটিভ আসে। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তাঁর জরুরী অস্ত্রপোচারের সিদ্ধান্ত নেন। অভিজিৎবাবু বলেন, একসময়ে দেশের প্রতিরক্ষা মন্ত্রী থাকার দরুণ তাঁর সমস্ত মেডিকেল রিপোর্ট সেনা হাসপাতালে রয়েছে। 

আর তাই তাঁকে দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এখনও পর্যন্ত পিপিই এবং যাবতীয় সুরক্ষাকবচ নিয়ে তিনি চার বার বাবাকে দেখতে গিয়েছেন৷ শেষ বারও যখন তাঁকে দেখেছেন, তখনও তিনি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসই নিচ্ছিলেন বলে জানান পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷
Blogger দ্বারা পরিচালিত.