শারীরিক অবস্থার অবণতি প্রাক্তন রাষ্ট্রপতির, 'সেপটিক শক'-এ রয়েছেন প্রণব মুখোপাধ্যায়


Odd বাংলা ডেস্ক: রবিবার রাতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং বর্তমানে তিনি 'সেপটিক শক-এ রয়েছেন- সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে এমনটাই জানানো হয়েছে। দিল্লি ক্যান্টনমেন্ট-এক সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, সেই হাসপাতাল সূত্রেই জানানো হয়েছে যে, গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থার অবস্থার অবণতি হয়েছে। 

প্রণববাবু ফুসফুসের সংক্রমণের কারণে 'সেপটিক শক'-এ রয়েছেন এবং বিশেষজ্ঞদের দল তাঁকে পর্যবেক্ষণ করছেন। এখনও তিনি গভীর কোমায় এবং ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন। দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি গত প্রণব মুখোপাধ্যায় গত ১০ অগাস্ট হাসপাতালে ভর্তি হন। তার একদিন আগে রাজাজি মার্গের বাসভবনে পড়ে যাওয়ার পরে তার মস্তিষ্কের রক্ত জমাট বেঁধে যায় সেইসঙ্গে তাঁর করোনা রিপোর্টও পজিটিভ আসে। এরপর আর অপেক্ষা না করে চিকিৎসক তাঁর মস্তিষ্কের অস্ত্রপোচার করেন। এরপর থেকেই বিভিন্ন সময়ে অবস্থার অবণতি ঘটতে শুরু করে তাঁর। এরপর থেকে ভেন্টিলেটর সাপোর্টে স্থিতিশীল অবস্থাতেই ছিলেন প্রণববাবু। তাঁর শারীরিক অবস্থার উন্নতির প্রার্থনায় গোটা দেশ।
Blogger দ্বারা পরিচালিত.