বাড়িতে গণেশ পুজো করার আগে জেনে নিন গণেশ পুজোর মন্ত্র, ধ্যান মন্ত্র এবং গণেশ বন্দনা
Odd বাংলা ডেস্ক: যেকোনও শুভ কাজ করার আগে অবশ্য গণেশের বন্দনা করুন। সমৃদ্ধি এবং সিদ্ধি দান করেন গজানন। তাই অন্যান্য দিনের পাশাপাশি গণেশ চতুর্থীর দিন অবশ্যই গনপতির আরাধনা করুন। এর জন্য গণেশ পূজার মন্ত্র, ধ্যান মন্ত্র এবং গণেশ বন্দনা অবশ্যই জপ করুন-
গণেশ পূজা মন্ত্র:
একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।
বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।
ধ্যান মন্ত্র:
ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং
প্রস্যন্দম্মদগন্ধলুব্ধ মধুপব্যালোলগণ্ডস্থলম্।
দন্তাঘাত বিদারিতারিরুধিরৈঃ সিন্দুরশোভাকরং,
বন্দেশৈল সুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্।।
গণেশ বন্দনা:
বন্দ দেব গজানন বিঘ্ন বিনাশন।
নমঃ প্রভু মহাকায় মহেশ নন্দন।।
সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে।
অগ্রেতে তোমার পূজা করিনু যতনে।।
নমো নমো লম্বোদর নমঃ গণপতি।
মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী।।
সর্বদেব গণনায় অগ্রে যার স্থান।
বিধি-বিষ্ণু মহেশ্বর আর দেবগণ।।
ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ।
বেদমাতা সরস্বতীর লইনু শরণ।।
Post a Comment