লাড্ডুর সঙ্গে গণেশকে নিবেদন করুন এই ফলটি, সিদ্ধিদাতার আশীর্বাদ লাভ করবেন



Odd বাংলা ডেস্ক: মিষ্টি ছাড়া কোনও দেবতার পুজোই কিন্তু সম্পূর্ণ হয় না। বিশেষ করে গণেশ পুজো করতে গেলে সিদ্ধিদাতার প্রসাদ হিসাবে লাড্ডু দান করা কিন্তু আবশ্যক। লাড্ডুর মধ্যে জাফরান দেওয়া মোতিচূড়ের লাড্ডু, মুড়ির মোয়া ইত্যাদি দেওয়া হয়ে থাকে। অনেকে আবার মোদকও ভোগ দেন। মোদক হল নারকেল ও গুড়ের পুর দিয়ে তৈরি একটি মিষ্টান্ন। বিভিন্ন ছবিতে গণেশের হাতে মোদক ভোগ দেখা যায়। 

মোদক কিন্তু খুবই শুভ একটি ভোগ। অন্যান্য ঠাকুরের ভোগ হিসাবেও মোদক নিবেদন করা যায়। সনাতন ধর্ম অনুসারে গণেশের যে সাত্ত্বিক চরিত্র রয়েছে, তাতে এই ধরনের মিষ্টান্ন একেবারেই যথাযথ। কিন্তু জানেন কি, মিষ্টান্ন ছাড়াও আও একটি খাবার তথা ফল গণেশের খুবই প্রিয় বলে মনে করা হয়। সেটি কী? সেটি হল কলা। কলা গণপতির খুবই প্রিয় খাদ্য। কারণ গণেশ গজপতি, তাঁর মস্তকটি হাতির। আর হাতিদের কাছে কলা একটি খুবই প্রিয় খাদ্য। আর এই কারণে গণেশও কলা খুবই পছন্দ করেন। সনাতন ধর্মেও সেকথা বলা আছে। সিদ্ধিদাতাকে কলা নিবেদন করলে আপনিও সিদ্ধি ও সাফল্য লাভ করবেন।
Blogger দ্বারা পরিচালিত.