'ভুতুড়ে' পুতুল অ্যানাবেল আজ কোথায় আছে?



Odd বাংলা ডেস্ক: আপনি যদি ভুতুড়ে সিনেমার সিরিজ দ্য কনজ্যুরিং দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই অ্যানাবেলে পুতুল সম্পর্কে জানেন। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে, যুক্তরাষ্ট্রের মনোরো এলাকার ওয়ারেন'স অকাল্ট মিউজিয়াম থেকে ভুতুড়ে পুতুলটি চলে গেছে। অ্যানাবেলে সম্পর্কে উইকিপিডিয়াতে তথ্য একজন পরিবর্তন করে দেওয়ার জেরে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে 'ভুতুড়ে' পুতুলটি জাদুঘর ছেড়ে চলে গেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। পরে অবশ্য উইকিপিডিয়ার ওই পেজের ভুল শুধরে দেওয়া হয়। গত বছরের শেষের দিক থেকে জাদুঘরটি বন্ধ রয়েছে। আর পুতুলটি সেখানেই রয়েছে। পুতুলটির এর আগের দুই মালিকের দাবি, বাড়ির ভেতর ঘোরাফেরা করতে পারে এটি। এছাড়া কাগজে নানা রকম কথা লিখেও রাখে। কিছু তন্ত্রশাস্ত্রবিদ বলেছেন, পুতুলটিতে ভুতুড়ে আত্মা থাকতে পারে, বিশেষ করে কোনো বাচ্চা ভুতের আত্মা। পুতুলটির কারণেই তার মালিকের গাড়ির ব্রেক ফেল হয়ে মৃত্যু হয়েছে বলেও জানান তারা। যদিও সচেতন মানুষরা ভাবছেন, এসব গুজব ছাড়া আর কিছুই নয়। তবে পুতুলটি জাদুঘর থেকে চলে যাওয়ার খবরে অনেকেই ভয় পান। অবশেষে জানা গেল, পুতুল আগের অবস্থানেই আছে।
Blogger দ্বারা পরিচালিত.