একে করোনা, তার ওপর বন্যা, বিধ্বস্ত মুম্বই
Odd বাংলা ডেস্ক: ২০০৫-এর বন্যার সেই ভয়াবহ স্মৃতিই ফিরছে মুম্বইয়ে৷ বুধবারই টানা বৃষ্টিতে প্রায় জলের তলায় দেশের বাণিজ্য রাজধানী৷ হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবারও ভারী বৃষ্টি চলবে৷ যার নির্যাস, করোনা-আক্রান্ত মুম্বইয়ের জনজীবন আরওই স্তব্ধ৷
ভারতীয় হাওয়া অফিস জানাচ্ছে, আজ অর্থাত্ বৃহস্পতিবার অতিভারী বৃষ্টি হবে মুম্বই ও তার শহরতলিতে৷ সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়া৷ হাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, '৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া মুম্বই ও সংলগ্ন কঙ্কন উপকূলে চলবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত৷
বেলা বাড়তে হাওয়ার দাপট খানিক কমবে কিন্তু অতিভারী বৃষ্টি হবে৷ বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টি কমতে পারে৷' আরেকটি বুলেটিনে হাওয়া অফিস জানাচ্ছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে গুজরাত, মধ্য মহারাষ্ট্রেও৷
Post a Comment