অবশেষে করোনামুক্ত অমিত শাহ, আপাতত থাকবেন হোম আইসোলেশনে
Odd বাংলা ডেস্ক: অবশেষে অমিত শাহের করোনা রিপোর্ট এল নেগেটিভ এল। এবার সেকথা ননিজেই টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হয়ে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
आज मेरी कोरोना टेस्ट रिपोर्ट नेगेटिव आई है।— Amit Shah (@AmitShah) August 14, 2020
मैं ईश्वर का धन्यवाद करता हूँ और इस समय जिन लोगों ने मेरे स्वास्थ्यलाभ के लिए शुभकामनाएं देकर मेरा और मेरे परिजनों को ढाढस बंधाया उन सभी का ह्रदय से आभार व्यक्त करता हूँ।
डॉक्टर्स की सलाह पर अभी कुछ और दिनों तक होम आइसोलेशन में रहूँगा।
এদিন টুইটারে শাহ লেখেন, 'আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে যাঁরা আমাকে এবং আমার পরিবারকে আশীর্বাদ করেছেন, সুস্থতা কামনা করেছেন, তাঁদেরকেও ধন্যবাদ। চিকিৎসকের পরামর্শে এখন কয়ের দিন হোম আইসোলেশনে থাকব।' পাশাপাশি তিনি গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন।
সপ্তাহ দুয়েক আগে মন্ত্রিসভার একটি বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে নতুন শিক্ষা নীতি পাশ হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং,কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। এরপরেই শাহ টুইট করে জানান যে তিনি করোনা আক্রান্ত।
Post a Comment