বর্ষাকালে চুলের যত্ন নিন এই সহজ ঘরোয়া উপায়ে
Odd বাংলা ডেস্ক: বর্ষায় চুলের সমস্যায় জেরবার? আর চিন্তা নেই। সমাধান লুকিয়ে আপনার হাতের কাছেই। দিল্লীর ভেনাস ক্লিনিকের ত্বক বিশেষজ্ঞ সি এম কুড়ি-র কথায় ঘরোয়া উপাদানেই লুকিয়ে রয়েছে সুস্থ সুন্দর চুলের রহস্য-
- পেঁপে- পেঁপের মধ্যে থাকা ভিটামিন বি এবং ই চুলের রূক্ষতা কমায় আর চুলকে মজবুত করে তোলে। এর জন্য পেঁপে বেটে নিয়ে এর মধ্যে ডিমের কুসুম মিশিয়ে চুলে লাগান। কুড়ি মিনিট পর ধুয়ে ফেলুন।
- গাজর- চুলের জন্য গাজর ভীষণ উপকারী। এর থেকে রস বে়র করে সেটি ফ্রিজে রাখুন আধ ঘন্টা। এরপর এই ঠান্ডা রস চুলের গোড়ায় দিন।
- পেঁয়াজ- রোজ যারা বাইরে বেরোন, ধুলোবালিতে চুল নিয়ে সমস্যায় পড়েন তাঁদের অনেকেই। জট, পাতলা চুল অনেকেরই নিত্যসঙ্গী। সপ্তাহে একদিন কুড়ি মিনিট পেঁয়াজের রস চুলে লাগালে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব।
- কলা- কলাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাসিয়াম ও ভিটামিন-এ, যা চুল মসৃণ ও মজবুত করতে সাহায্য করে। একটি কলা চটকে তাতে এক চামচ মধু মিশিয়ে চুলে লাগান। ১৫-২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- নারকোল দুধ- নারকোল দুধ চুলের জন্য অত্যন্ত পুষ্টিকর। এর সঙ্গে মধু নিয়ে হেয়ার ম্যাসাজ করতে পারেন।
Post a Comment