দৈনিক রাশিফল, ১ আগস্ট: কেমন যাবে মাসের প্রথম দিন, জেনে নিন
Odd বাংলা ডেস্ক: পুরাতন জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ,যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে।
ধনু (23 Nov - 21 Dec)
আপনার সংগ্রামী দৃষ্টিভঙ্গি ও স্পষ্টভাষিতার জন্য অনেকেই প্রশংসা করবে। থেমে থাকা কাজের অগ্রগতি। ব্যয় বাড়বে। পারিবারিক জীবন বৈচিত্র্যপূর্ণ। উপস্থিত বুদ্ধির ফলে পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে।
মকর (22 Dec - 20 Jan)
কোনো আশা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কারো সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। অর্থের ঘর শুভ। ধৈর্য ও অধ্যবসায় আপনাকে পুরস্কৃত করবে।
কুম্ভ (22 Jan - 18 Feb)
বেকারদের কাজের সুযোগ আসবে। সামাজিক যোগাযোগ বাড়বে। ব্যবসায় জটিলতা দূর হবে। ভালো কাজের স্বীকৃতি। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন।
মীন (19 Feb - 20 Mar)
পরিশ্রমের ফল ভালো। যোগাযোগে আশার আলো। পরিকল্পনায় অগ্রগতি। কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। ব্যবসায় আয় বৃদ্ধি। একটু কুশলী হলে নিজেকে ভাগ্যবান মনে করার সুযোগ পাবেন।
মেষ (21Mar - 20 Apr)
নতুন যোগাযোগ উৎসাহিত করবে। পাওনা আদায়ে অগ্রগতি হতে পারে। পদস্থদের মন রক্ষা করে চলুন। পরিকল্পনা বাস্তবায়নে কঠোর মনোভাব বজায় রাখুন। শুভ কামনা।
বৃষ (21 Apr - 20 May)
অংশীদারি কাজের জন্য দিনটি অনুকূলে। কর্মস্থলে প্রত্যাশা পূরণের সম্ভাবনা প্রবল। কারো কথায় পুরনো সিদ্ধান্ত পাল্টানো ঠিক হবে না। অযৌক্তিক কর্তৃত্বপরায়ণতা পরিহার করুন।
মিথুন (22 May - 21 Jun)
মানসিক চঞ্চলতা বাড়তে পারে। আর্থিক চিন্তা থাকবে। সিদ্ধান্তহীনতা কোনো সম্ভাবনাকে নষ্ট করতে পারে। অন্যের দ্বারা প্রভাবিত হবেন না। পরনির্ভরতা বাদ দিয়ে আত্মনির্ভরশীল হোন।
কর্কট (22 Jun - 22 Jul)
ব্যক্তিগত মাধুর্যই আপনার বড় শক্তি। আজ ন্যায়-অন্যায়ের প্রশ্নে দৃঢ় ভূমিকা নিতে পারবেন। অপ্রত্যাশিত অর্থ হাতে আসবে। পাওনা আদায়ে কুশলী হোন। রোমান্স শুভ।
সিংহ (23 Jul - 23 Aug)
জীবনে সফল হওয়ার অনেক গুণই আপনার রয়েছে। কোনো সম্পত্তিসংক্রান্ত বিষয়ে অগ্রগতি। আপনার কাজ অন্যের মনে ছাপ ফেলবে। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় শান্তি পাবেন।
কন্যা (24 Aug - 23 Sep)
কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি হবে। নতুন যোগাযোগ উৎসাহিত করবে। কাজে একটু ভুল হতে পারে। বৈষয়িক চিন্তা সৃজনশীল বুদ্ধিবৃত্তিকে নষ্ট করতে পারে। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।
তুলা (24 Sep - 23 Oct)
পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও আর্থিক যোগাযোগ শুভ। ব্যবসায়ীদের বাড়তি আয়ের সম্ভাবনা। চুক্তিপত্র সম্পাদনের ক্ষেত্রে সতর্ক থাকুন। সৌন্দর্যপ্রিয়তা যেন উচ্ছৃঙ্খলতায় পরিণত না হয়।
বৃশ্চিক (24 Oct - 22 Nov)
কোনো কাজে প্রশংসা পাবেন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করতে পারবেন। কোনো উদ্যোগ ফলপ্রসূ হবে। বন্ধুর সহযোগিতার আশ্বাস পাবেন। আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন।
Post a Comment