আন্ডারআর্মসের ডার্ক স্পট দূর করার ঘরোয়া সহজ উপায় রইল আপনাদের জন্য
Odd বাংলা ডেস্ক: আর্ডারআর্মসের কালো দাগ নিয়ে জেরবার অনেকেই। বগলের কালো ছোপ দেখতে মোটেও ভাল দেখায় না, পাশাপাশি ফ্যান্সি স্লিভলেস পোশাক পরলে দেখতে খুবই বেমানান লাগে। তাই বগলের কালো ছোপ তোলাটা ভীষণই জরুরী। এর জন্য কিছু সহজ উপায় রইল আপনাদের জন্য-
১) আন্ডারআর্ম মাস্ক- এটি বানাতে লাগবে- আধা চা চামচ নুন, ১/৩ কাপ গোলাপ জল, ১/৩ কাপ জনসন বেবি পাউডার। প্রথমে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটা স্মুদ পেস্ট তৈরি হলে এটি আন্ডারআর্মসে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন এবং প্রথমবারেই তফাতটা চোখে পড়বে।
২)লেবুর রস- স্নানের আগে লেবু কেটে সরাসরি আন্ডারআর্মসে ঘষতে থাকুন। লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। স্নানের পর ত্বক নরম করার জন্য ময়েশ্চারাইজিং ক্রিম লাগান।
৩)আলু এবং শসা- আলু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। আলু পাতলা করে কেটে আন্ডারআর্মসে ঘষতে পারেন বা আলুর রস বের করেও লাগাতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। একইভাবে শশা ব্যবহার করুন।
৪)চন্দন ও গোলাপজল- চন্দন এবং গোলাপজল একসঙ্গে মিশিয়ে লাগান। চন্দন ত্বক ফর্সা করতে সাহায্য করে আর গোলাপ জল ত্বক রাখবে ঠান্ডা আর নরম রাখতে সাহায্য করে।
৫)জাফরান মিশ্রণ- এক চিমটি জাফরান ২ চামচ দুধে মিশিয়ে রাতে শোওয়ার আগে আন্ডার আর্মসে লাগিয়ে নিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। জাফরান কিন্তু জীবাণু ও ব্যাকটেরিয়াও ধ্বংস করে দিতে সাহায্য করে।
বিশেষ দ্রষ্টব্য- প্রাকৃতিক উপাদান ব্যবহার করে শরীরের দুর্গন্ধ দূর করুন। এর জন্য বেকিং সোডা অল্প জলে মিশিয়ে আন্ডারআর্মস ধুয়ে নিন। অতিরিক্ত মাত্রায় ডিওডোরেন্ট ব্যবহার করবেন না আর করলেও তা সরাসরি শরীরে না লাগিয়ে কাপড়ে লাগান।
Post a Comment