ট্রেনে চড়েন, তাহলে আপনাকে যেতেই হবে কলকাতার এই মন্দিরে
Odd বাংলা ডেস্ক: প্রণামীর বাক্স নিয়ে চম্পট দিয়েছিলেন এক ব্যক্তি। দিনকতক পর তাঁরই দ্বিখণ্ডিত দেহ পাওয়া গেল একটু দূরে। কাঁকুড়গাছি রেল কেবিনের ধারে। সাম্প্রতিক নয়, বেশ কয়েক বছর আগের এই বিস্ময়কর কাহিনি আজও শোনা যায় শিয়ালদহের কাছেই এই মন্দির চত্বরে। শ্রী শ্রী লাইনেশ্বর বাবা। কাঁকুড়গাছির রেল লাইনের ধারে ছোট্ট মন্দির। স্থানীয়রা বলছেন, বছর পঁয়ত্রিশ-চল্লিশ আগে জন্ম এই মন্দিরের। এখন যেখানে মন্দির, সে সময় এই জায়গাতেই ছিল রেলের একটি প্যান্টোগ্রাফ।
সেটি স্থানান্তরিত করার সময় মাটি খুঁড়তে গিয়ে বেরোয় একটি গোল পাথর। সেটিকে কেন্দ্র করেই এলাকার লোকজন পুজো-আচ্চা শুরু করেন। তা থেকেই অবশেষে ‘দেবতার জন্ম’।
রেল লাইনের ধারে মন্দির, তাই বাবার নামও লাইনের সূত্র ধরে। লোকমুখে নাম হয়ে যায় ‘লাইন বাবা’! ক্রমে তা থেকেই ‘লাইনেশ্বর’। বছর দশেক হল মন্দিরটি নতুন করে সংস্কার করা হয়েছে। প্রত্যহ সকাল-সন্ধে বাবার পুজো হয়। পুজো করেন স্থানীয়রাই। শিবরাত্রি বা রথে হয় বিশেষ পুজো। বাইরের লোকজনও আসেন বিশেষ তিথিতে পুজো দিতে। শিয়ালদহ যাতায়াতের পথে বহু ট্রেনযাত্রী প্রণাম ঠোকেন ছোট্ট এই মন্দিরটি দেখে। কোনও কোনও ‘শুভাকাঙ্ক্ষী’ আবার মন্দিরের কাছাকাছি ট্রেন এলে, সেখান থেকেই ভক্তদের জন্য ছুড়ে দেন ‘বাবার প্রসাদ’। জয় বাবা লাইনেশ্বরের জয়!
Post a Comment