গোবিন্দার ভাগ্নে হওয়া সত্ত্বেও বিনোদন জগতে টিকে থাকতে কঠিন লড়াই করতে হয়, বললেন কৃষ্ণ অভিষেক


Odd বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যুর পরপরই বলিউড ইন্ডাস্ট্রিতে নেপোটিজম নিয়ে আলোচনা তুঙ্গে। সুশান্ত সিং এর হঠাৎ চলে যাওয়াকে মেনে নিতে পারেননি তার ভক্তরা। দেশজুড়েই চলছে স্বজন পোষণ নিয়ে বিতর্ক। স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছেন বেশ কিছু অভিনেতা এবং অভিনেত্রী। তার মধ্যে বিশেষ ভাবে সকলের নজর কেড়েছেন কঙ্গনা রানাওয়াত। তিনি সরাসরি করণ জোহর, আদিত্য চোপড়া, মুকেশ ভাট, জাভেদ আখতারকে আক্রমণ করেছেন। স্টার কিডদেরও স্বজনপোষণ নিয়ে বিভিন্ন তর্কের সম্মুখীন হতে হয়েছে। নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে এবার মুখ খুললেন গোবিন্দার ভাগ্নে জনপ্রিয় টেলিভিশন তারকা কৃষ্ণ অভিষেক। তিনি অনেকদিন ধরেই বিনোদন জগতে রয়েছেন। কিন্তু সেইভাবে কোনওদিনও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। 

সম্প্রতি একটি সাক্ষাতকারে কৃষ্ণ অভিষেক জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা গোবিন্দার ভাগ্নে হওয়ায় তাতে আলাদা করে কোনও সুবিধা হয়নি। তিনি 'প্রত্যেকেরই নিজস্ব স্ট্রাগল রয়েছে। আমি গোবিন্দার ভাগ্নে কিন্তু এই পরিচয় আমার জায়গায় কাজ করেন না। আমার কাজটা আমাকেই করতে হয়৷ হয়তো গোবিন্দা আমাকে কাজ জোগাড় করে দিতে পারবেন কিন্তু আমার কাজে নিজের যোগ্যতা আমাকেই প্রমাণ করতে হবে। এক্ষেত্রে স্বজনপোষণ খাটে না।" 
'দ্য কপিল শর্মা শো'-এর অভিনেতা আরও জানান যে, কে কোন পরিবার বা কার কী ব্যাকগ্রাউন্ড- সেটা বড় কথা নয়, সবারই নিজস্ব যোগ্যতা দিয়ে নিজের কেরিয়ার গড়ে তোলার কাহিনি রয়েছে। তিনি বললেন, 'আমিও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত পরিবার থেকেই এসেছিলাম, তাহলে তো আমার আজ বরুণ ধাওয়ানের জায়গায় কাজ করার কথা। কিন্তু আমাকে আমার মতো করে স্ট্রাগল করতে হচ্ছে। বরুণ ধাওয়ানের বাবা হলেন পরিচালক ডেভিড ধাওয়ান। তিনিও ভাবেন তিনি যদি আরও ভাল পজিশনে থাকতে পারতেন। যার যার নিজস্ব স্ট্রাগল রয়েছে।' 

যখন তাঁকে সুশান্তের মৃত্যু সম্পর্কে জিজ্ঞেস করা হয় তিনি তার হতাশা ব্যক্ত করেন। তিনি জানান খবরটি পাওয়ার পর তিনি খুব কষ্ট পেয়েছিলেন এবং অনেক কান্নাকাটিও করেছেন। তিনি আরও জানান সুশান্ত যেই কাজটি করেছেন সেটা আজকের প্রজন্মের ছেলেমেয়েদের জন্য অবশ্যই কোনও উদাহরণ নয়। তাঁর কথায়, 'আমি আশা করছি আজকের দিনের ছেলেমেয়েরা এই ঘটনার দ্বারা প্রভাবিত হবেন না। আমি প্রার্থনা করি তারা যেন কঠোর পরিশ্রম করে তাদের সব স্বপ্ন পূরন করতে পারে।'
Blogger দ্বারা পরিচালিত.