রোহিঙ্গা সমস্যা মেটাতে এগিয়ে এল ভারত, মায়ানমার সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব ও সেনাপ্রধান



Odd বাংলা ডেস্ক:প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই তড়িঘড়ি দুই দিনের ঝটিকা সফরে বাংলাদেশে যান পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এবার সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেকে সঙ্গে নিয়ে আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারে সফরে যাচ্ছেন শ্রিংলা। জানা গেছে, সেপ্টেম্বর মাসের প্রথমেই মিয়ানমারে উচ্চ পর্যায়ের এই সফর হচ্ছে। এই সফরে দু’দেশের মধ্যে যৌথ উদ্যোগে শুরু হওয়া প্রকল্পগুলো নিয়ে কথা হওয়ার পাশাপাশি সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। এই সফরের ফলে মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পর্ক আরো উন্নত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, সফরে যৌথ উদ্যোগে চলা প্রকল্পগুলোর বিষয়ে আলোচনা করার পাশাপাশি মিয়ানমারের কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন আং হিলাংয়ের সঙ্গে দেখা করবেন শ্রিংলা ও নারাভানে। মিয়ানমারের পশ্চিম সীমান্তে যে ভারতবিরোধী কার্যকলাপ চলছে সেটা রুখতে তাঁর সাহায্য চাওয়া হবে। মিয়ানমারের দুটি কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আরাকান আর্মি ও আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি যেভাবে নাশকতা ছড়ানোর চেষ্টা করছে তার বিস্তারিত তথ্য তুলে দেওয়া হবে।

Blogger দ্বারা পরিচালিত.