লাদাখের প্যাংগং লেকে ফের চিনা আগ্রাসন, ভারতীয় সেনার পাল্টা জবাবে পরিকল্পনা বানচাল


Odd বাংলা ডেস্ক: ফের লাদাখে আগ্রাসন চিনা সেনার। সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে, তবে তার পাল্টা আক্রমণ শানিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, 'প্যাংগং লেকের দক্ষিণাংশে চিনাবাহিনি আগ্রাসন সফলভাবে রুখে দিতে পেরেছে ভারতীয় সেনাবাহিনি।'

আলোচনার মাধ্যমে স্থিতাবস্থা রক্ষায় বিশ্বাস করে ভারতীয় সেনা, কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোনও সমঝোতা করবে না তাঁরা- এদিন বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছেন, ভারতীয় সেনার জনসংযোগ আধিকারিক কর্ণেল আমান আনন্দ। জানা গিয়েছে, ২৯ এবং ৩০ অগাস্ট রাতে পূর্ব লাদাখের প্যাংগং সো এলাকায় স্থিতাবস্থা লঙ্ঘন করে ছিল তিন। তাদের সামরিক উস্কানিতে পাল্টা জবাব দেয় দেশ যা সফল হয়নি। 

যদিও চিনা সৈনিকরা ঠিক কীভাবে 'স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা' করেছে, তা প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। তবে চিনা বাহিনীর আগ্রাসন প্রতিহত করে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ভারতীয় বাহিনী, এমনটাই জানা গিয়েছে, ভারতীয় সেনার জনসংযোগ আধিকারিকের কথায়।
Blogger দ্বারা পরিচালিত.