শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৬১ হাজার, আমেরিকা-ব্রাজিলের চেয়েও একদিনে সংক্রমণের হার বেশি ভারতে
Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আজ জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৬১ হাজার ৫৩৭ জন। যার ফলে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়ে গিয়ে হল ২০ লক্ষ ৮৮ হাজার ৬১১। এখনও পর্যন্ত সারা দেশে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৪.২৭ লক্ষ মানুষ।
গত ২৪ ঘণ্টায় করোনার কবলে প্রাণ হারিয়েছেন ৯৩৩ জন। ভারতে মহামারি সংক্রমণের শুরু থেকে আজ পর্যন্ত ৪২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে, গত চারদিন ধরে ভারতে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ ধরা পড়েছে। ভারতে গতকাল একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৬২,৫৩৮ জন, বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৫২,২৮২ জন, বুধবার সংখ্যাটা ছিল ৫২,৫০৯, মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৫২,০৫০ জন। পরিসংখ্যান বলছে গত চারদিনে গত চারদিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ভারতের চেয়ে অনেক কম ছিল।
টানা সাতদিন ধরে ভারতে প্রতিদিন ৫০ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু গত ২ দিন ধরে প্রতিদিন ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় যেসব রাজ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি সেগুলি যথাক্রমে হল- মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। পাশাপাশি এই পাঁচ রাজ্যেই করোনায় মৃতের সংখ্যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। সারা দেশে করোনায় সুস্থতার হার ৬৮.৩২ শতাংশ।
Post a Comment