টিকিট না কাটা যাত্রীদের জরিমানা করে রেলের কত আয় জানলে চোখ উঠবে কপালে



Odd বাংলা ডেস্ক: বিপুল জনসংখ্যার দেশ ভারত, প্র্তিদিন কোটি কোটি যাত্রীর যাতায়াতের প্রধান মাধ্যম হল রেলপথ। সচেতনতা বাড়লেও এখনও অনেক যাত্রীই টিকিট কাটেন না। এরই ফলস্বরুপ গত দশ মাসে টিকিট ছাড়া ট্রেনে চড়া যাত্রীদের থেকে জরিমানা বাবদ রেকর্ড লাভ হল রেলের। টিকিটহীন যাত্রীদের থেকে যত টাকা লাভ তাতে রেল কর্তারা এত খুশি যে টিকিট পরীক্ষকদের জন্য আলাদা করে গিফটের ব্যবস্থাও ভাবা হচ্ছে। গত এক বছর ধরে টিকিটহীন যাত্রীদের ধরার প্রবণতাতে গতি এসেছে। যাতে ২০১৯ এপ্রিল থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রেলের টিকিটহীন যাত্রীদের থেকে ১৪৩ কোটি টাকা রোজগার হয়েছে। এত পরিমাণ টাকা এর আগে এইসব কেস থেকে পাওয়া যায়নি। গত বছরের থেকে টিকিটহীন যাত্রীদের জরিমানা বাবদ ৪৪.৮৬ শতাংশ বেশি রোজগার করছে রেল। শুধু চলতি বছরের ফেব্রুয়ারিতে রেলের এখান থেকে রোগজার হয়েছে ১২.৭৭ কোটি টাকা। যেটা গত বছর ছিল ৮.৮২ কোটি টাকা। চলতি বছর টিকিটহীন যাত্রীদের জরিমানার সংখ্যাটা ২৯.১২ লক্ষ।
Blogger দ্বারা পরিচালিত.