কলকাতায় ভিখারিনীর কোল থেকে আট মাসের কন্যা সন্তানকে তুলে নিয়ে গিয়ে হত্যা
Odd বাংলা ডেস্ক: কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে ঘটেছে এক নৃশংস হত্যাকাণ্ড। ফুটপাতে মায়ের কোলে ঘুমিয়ে থাকা আট মাসের কন্যা শিশুকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ পাওয়া গেছে একটি পার্কের মধ্যে। ওই শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর অনুমান স্থানীয় পুলিশের। এক প্রতিবেদনে বলা হয়, রবিবার সকালে এই ঘটনা ঘটে।
আট মাসের শিশুকন্যাকে নিয়ে পার্কের বাইরে ফুটপাতে শুয়েছিলেন এক নারী। রাত সাড়ে তিনটার দিকে আচমকা ঘুম ভেঙে দেখেন পাশে শিশুটি নেই। এরপর এলাকায় হইচই পড়ে যায়। শিশুটির খোঁজে তল্লাশি শুরু হয়। সকাল ৫টা নাগাদ পার্কের ভেতর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার হয়। এলাকার এক নিরাপত্তারক্ষী সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ এসে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিক তদন্তে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেই অনুমান করছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের। তবে কে বা কারা ওই শিশুকে হত্যা করেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
Post a Comment