ইরফান খানের মৃত্যুর পর প্রথম পাশে দাঁড়িয়েছিলেন যিনি, তাঁকে নিয়ে গুজব না ছড়ানোর আবেদন ছেলে বাবিলের
Odd বাংলা ডেস্ক: অভিনেতা ইরফান খানের মৃত্যুর পর চলচ্চিত্র দুনিয়ায় যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ইরফান খানের নানান স্মৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রয়াত অভিনেতার বড় ছেলে বাবিল খান। আর এবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাবার সঙ্গে সঞ্জয় দত্তের একটি ছবি শেয়ার করেন। প্রসঙ্গত সঞ্চয়ের ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছে তাও আবার থার্ড স্টেজে।
সঞ্জয় দত্ত এবং ইরফান খানের একটি সাদাকালো ক্যান্ডিড ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছন বাবিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাবিল বাবিল গণমাধ্যমের কাছে সঞ্জয় দত্তকে নিয়ে জল্পনা এড়িয়ে চলার আবেদন জানিয়েছেন। বাবিল লিখেছেন, ''লেখকদের অবশ্যই ভাবতে হবে, 'আমি কীভাবে শুরু করব'। তবে আমি লেখক নই। আমি বিনীত ভাবে অনুরোধ করছি, সাংবাদিকদের কৌতূহল যেন মাত্রা না ছাড়ায়। আমি জানি এটি আপনাদের কাজ, তবে আমি এটাও জানি যে আমাদের মধ্যে মানবিক অনুভূতি রয়েছে। তাই সঞ্জয় ও তাঁর পরিবারের কথার গুরুত্ব দেওয়া দরকার।''
বাবিল আরও বলেন, 'এখানে একটি গোপন বিষয় রয়েছে; সঞ্জু ভাই হলেন প্রথম ব্যক্তিদের মধ্যে যাঁরা আমার বাবার রোগ নির্ণয়ের পরে সমস্ত ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়েছিলেন, এমনকি বাবার মৃত্যুর পরেও সঞ্জু ভাই আবারও সেই প্রথম কয়েকজনের মধ্যে ছিলেন যারা আমাদের পাশে পিলারের মতো দাঁড়িয়েছিলেন।' বাবিল আশা প্রকাশ করেছেন, সঞ্জু বাবা একজন বাঘ, একজন যোদ্ধা, তাঁর অতীতকে টেনে এনে কথা বলা ঠিক নয়। সঞ্জু বাবা এই লড়াই লড়ে ঠিক ফিরে আসবেন।
Post a Comment