৩৭০ ধারা বাতিলের ১ বছর পেরোতেই ফের উত্তপ্ত উপত্যকা, কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে মারল জঙ্গিরা
Odd বাংলা ডেস্ক: ২০১৯ সালের ৫ অগাস্টেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাগা প্রদানকারী ৩৭০ ধারা রদ করে দেওয়া হয়েছিল এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখ-কে দুটি আলাদা কেন্দ্রশাষিত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছিল। মোদী সরকারের সেই ঐতিহাসিক সিদ্ধান্তের এক বছর পর ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার সরপঞ্চ এক বিজেপি নেতা আজ সকালে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হয়েছেন।
নিহতের নাম সাজাদ আহমদ খান্ডে। শ্রীনগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কুলগমের কাজীগুন্ডে তাঁর বাড়ির কাছেই গুলি করে হত্যা করা হয় তাঁকে। তিনি কুলগমের বিজেপির জেলা ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। হামলার পরে ওই ববিজেপি সরপঞ্চকে নিকটবর্তী অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হযলে, সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, ওই একই অঞ্চলে আর এক বিজেপি সরপঞ্চ আরিফ আহমেদকে খুন করার ৪৮ ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটেছে। গত মাসেও গত মাসে, বিজেপির শেখ ওয়াসিম বারী, তাঁর বাবা এবং ভাইকে বান্দিপুর জেলায় সন্ত্রাসবাদীরা হত্যা করেছিল। তিনি বান্দিপুরের জেলা প্রধান ছিলেন।
Post a Comment