কোঝিকোড়ে ভেঙে পড়ার আগে আকাশে একাধিকবার ঘুরপাক খেয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি
Odd বাংলা ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনার জেরে কেরল এয়ারপোর্টে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান। রানওয়েতে পিছলে গিয়ে দু-টুকরো হয়ে যায় বিমানটি। কিন্তু ১৯০ জনকে নিয়ে বিমানটিকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন বিমানের পাইলট ক্যাপ্টেন দীপক সাথে। ভেঙে পড়ার আগে বিমানটি দুবার এয়ারপোর্টে ল্যান্ডিং-এর চেষ্টা করেছিল।
সুইডেনের একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার২৪-এর তরফে এমনটাই জানানো হয়েছে। এরা সমস্ত বাণিজ্যিক বিমান ট্র্যাক করে। এই সংস্থা সূত্রে খবর, বিমানটি অবতরণের আগে আকাশে বেশ কয়েকবার ঘুরপাক করেছে।দুবাই থেকে ১৯০ জন যাত্রীবোঝাই ওই এয়ার ইন্ডিয়ার বিমানটি কেরলের কোঝিকোড়ে আসে। কোঝিকোড় এয়ারপোর্টকে 'টেবিলটপ এয়ারপোর্ট' বলা হয়। কারণ এটি টেবিলের মতো দেখতে, মাঝেখানটা সমতল এবং চারপাশে ঢালু। এই ধরনের এয়ারপোর্টে সব সময়ই বিমান ল্যান্ড করানো বেশ কঠিন।
শেষ পাওয়া খবর অনুসারে, শুক্রবার রাতের বিমান দুর্ঘটনায় ২ পাইলট-সহ ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯২ জন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বিমানটিতে মোট ১৭৪ জন যাত্রী, ১০টি শিশু, ২জন পাইলট এবং ৪ জন কেবিন ক্রু ছিলেন।
Post a Comment