চুল বাঁধতে কিংবা গিফ্ট প্যাক করতে রঙবেরঙের বো বানাবেন কীভাবে, রইল সহজ ভিডিও


Odd বাংলা ডেস্ক: আপনারা অনেকেই আছেন যাঁরা চুল বাঁধতে কিংবা কাউকে কোনও উপহার দেওয়ার জন্য গিফ্ট প্যাকে বো লাগাতে ভালবাসেন। এমনকি ছোটদের হেয়ারব্যান্ডেও বো লাগালে ভারি সুন্দর দেখতে লাগে। আর তাই আজ আপনাদের দেখাব কীভাবে বাড়িতেই সুন্দর করে বানিয়ে নিতে পারেন রঙবেরঙের কাপড়ের বো। 

এর জন্য যা যা লাগবে-
  • রঙিন কাপড়
  • কাঁচি
  • সুঁচ সুতো


পদ্ধতি -  প্রথমে ফেব্রিকের কাপড়টিকে ৫×৯ ইঞ্চি এবং আর এক টুকরো ১×৩ ইঞ্চি মাপে অনুসারে কেটে নিন। তারপর কাপড়টিকে উল্টোদিকে লম্বালম্বি করে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিন। সেলাই হয়ে এলে কাপড়টিকে একটি সেফটিপিনের সাহায্যে সোজা দিকে ঘুরিয়ে নিন। এবার কাপড়ের টুকরোটিকে ইস্ত্রি করে নিন।

এখন কাপড়ের দুটি প্রান্ত ভাঁজ করে নিয়ে মাঝখানে এনে সেলাই করে ফেলতে হবে। এবার সুতোটি ধরে টেনে নিয়ে বো-এর আকারে করে নিন। বোটিকে পোক্ত করার জন্য সুতোটা কাপড়ের টুকরোটির ওপর দিয়ে জড়িয়ে সেলাই করে নিন। এবার ছোট কাপড়ের টুকরোটিকে ধার দিয়ে মাঝের দিকে ছোট করে ভাঁজ করে ইস্ত্রি করে নিন। এবার সেটিকে বড় অংশটির ওপর দিয়ে পাকিয়ে সেলাই করে দিন। তৈরি হয়ে গেল বো। তাহলে এবার আর নিশ্চয় দোকানের কেনা বো ব্যবহার করবেন না। 

দেখে নিন  ভিডিও- 
Blogger দ্বারা পরিচালিত.