ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া উপকরণে বাড়িতেই বানিয়ে নিন লিপ বাম


Odd বাংলা ডেস্ক: আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাঁদের সারা বছরই ঠোঁট ফাঁটে অথবা শুষ্ক হয়ে যায়। শরীরে জলের মাত্রা কমে গেলে সাধারণত এই ধরনের সমস্যা দেখা দেয়। ঠোঁট অনেক সেনসেটিভ ও পাতলা হয়। তাই ঠোঁটের ভালভাবে যত্ন নেওয়া দরকার। ঠোঁটকে ভালভাবে ময়েস্ট রাখার জন্য সবথেকে উপযোগী হল লিপ বাম। ঠোঁটের জন্য বাজারে বিভিন্ন ধরনের লিপ বাম পাওয়া যায় কিন্তু এই লিপ বাম আপনি খুব সহজেই বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারেন।  জেনে নিন কীভাবে বানাবেন-  

১) মধু দিয়ে তৈরি লিপবাম -
উপকরণ -
  • মধু -
  • নারকেল তেল - 
  • ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল - 
  • বি- ওয়াক্স বা মৌমাছির মোম
  • একটি পরিষ্কার খালি লিপবামের কৌটো 


প্রণালী - 
হানি লিপবাম তৈরির জন্য আমাদের ডাবল বয়লিং প্রস্তুতির নিয়ম অনুসরণ করতে হবে। তার জন্য প্রয়োজন একটি হিটপ্রুফ কাঁচের বাটি। যাতে ২ চা চামচ বি- ওয়াক্স, ১চা চামচ মধু এবং ১চা চামচ নারকেল তেল নিয়ে নিন। এরপর উনুনে একটি হাঁড়িতে অল্প পরিমান জল নিয়ে ফুটিয়ে নিন। এবার ফুটন্ত জলের হাঁড়ির উপরে কাঁচের বাটিটা রাখুন। দেখবেন বি- ওয়াক্স গলে গিয়েছে। তারপর সবকিছু ভাল করে মিক্স করে নিয়ে উনুনের উপর থেকে নামিয়ে নিন। এরপর তাতে ২ ফোঁটা ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। এরপর একটি পরিষ্কার খালি লিপ বামের কৌটায় মিশ্রণটি ঢেলে নিন এবং ৬-৮ ঘন্টার জন্য ফ্রিজে রাখুন। ব্যস, আপনার মধু লিপ বাম  তৈরি।

২) পেপারমিন্ট লিপবাম - 
  • পেট্রোলিয়াম জেলি
  • অ্যালোভেরা 
  • সুইট আমন্ড অয়েল 
  • পেপারমিন্ট অয়েল 
  • একটি পরিষ্কার খালি লিপবামের কৌটো।  

প্রণালী - 
ডবল বয়লিং প্রোসেসে ২ টেবিল চামচ পেট্রোলিয়াম জেল নিয়ে সেটটিকে আগুনের তাপে গলিয়ে নিন। এরপর ১ চা চামচ অ্যালোভেরা জেল, ২ ফোঁটা সুইট আমন্ড অয়েল, ১ ফোঁটা পেপারমিন্ট অয়েল দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। এবার একটি খালি লিপ বামের কৌটোয় মিশ্রণটি ঢেলে নিন। ৬-৮ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলেই আপনার পেপারমিন্ট লিপ বাম তৈরি।  

৩) আর্গন অয়েল লিপ বাম:
বানাতে লাগবে-  
  • নারকেল তেল
  • অলিভ অয়েল 
  • অর্গান অয়েল
  • পছন্দ মতো রঙের লিপস্টিক
  • বি- ওয়াক্স
  • একটি পরিষ্কার খালি লিপ বামের কৌটো


প্রণালী - 
একটি বাটি নিয়ে ২ চা চামচ বি- ওয়াক্স আগুনের তাপে গলিয়ে নিন। এর সাথে ১ চা চামচ নারকেল তেল, ১ চা চামচ অলিভ অয়েল এবং ২ চা চামচ অর্গান অয়েল এবং আপনার পছন্দের রঙের একটি লিপস্টিক নিয়ে মিশিয়ে নিন। লিপস্টিকটা অপশনাল। তবে দিলে, লিপ বামটি ব্যবহারের পর সুন্দর একটা কালার আসে ঠোঁটে। সব কিছু ভাল করে মিশিয়ে নিন এবং গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর, লিপ বামের কৌটায় ঢেলে ৬-৭ ঘন্টা জমে যাওয়ার জন্য ফ্রিজে রেখে দিন।

দেখলেন তো বাড়িতে লিপ বাম তৈরির সহজ পদ্ধতি। তাহলে আর অপেক্ষা না করে বানান আর ব্যবহার করুন। 
Blogger দ্বারা পরিচালিত.