ঈশ্বরকে ফুল নিবেদন করার আগে সতর্ক হন, এই ভুলগুলিতে হতে পারে চরম বিপদ
Odd বাংলা ডেস্ক: দেবতার আরাধানায় ফুল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ঘ্য, একথা সকলেরই জানা। কিন্তু জানেন কি, এই ফুল বা ফুলের মালা পুজোর পরে ঠিক জায়গায় না রাখতে পারলে হতে পারে চরম অনাচার, আপনার ওপর রুষ্ট হতে পারেন দেবতা। সনাতন ধর্ম অনুসারে, এই বিষয়গুলির ওপর বিশেষ খেয়াল রাখা দরকার। যেমন ধরুন-
- প্রতিদিন সকালে ভগবানের উদ্দেশে অর্পিত ফুলের মালা নিবেদন করলে খেয়াল রাখুন যেন সন্ধ্যা প্রদীপ জ্বালানোর আগে সেই মালা যেন সরিয়ে দেওয়া হয়।
- পুজোর আগে দেবদেবীর উদ্দেশে নিবেদিত ফুলের গন্ধ কখনওই শুঁকবেন না।
- সব সময় টাটকা ফুল দিয়েই ঈশ্বরের পুজো করুন। ফ্রিজে বা অন্যত্র রাখা ফুল ঠাকুরকে নিবেদন করবেন না।
- পুজোর পরে ফুল কখনওই মাটিতে রাখবেন না।
- পুজো হয়ে গেলে সেই ফুল নদীতে বা পুকুরে ভাসিয়ে দিন।
Post a Comment