২০২০ সালে জন্মাষ্টমীর শুভক্ষণ ও তিথি জেনে নিন, রইল পুজোর বিধিও


Odd বাংলা ডেস্ক: প্রতিবছর সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা গেলে, জন্মাষ্টমী পালিত হয়। প্রতি বছরের মতো এইবছর অর্থাৎ ২০২০ সালে জন্মাষ্টমী পালিত হতে চলেছে ১১ ও ১২ অগাষ্ট। বিশ্বাস করা হয়, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হয়ে শ্রীকৃষ্ণ এইদিন জন্ম নিয়েছিলেন মাতা দেবকীর গর্ভে। ছেলেবেলায় তাঁকে সবাই ভালবেসে গোপাল বলে ডাকত। তাই, হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এইদিন শ্রীকৃষ্ণ বা গোপাল পুজোর আয়োজন করা হয়। কৃষ্ণ জন্মাষ্টমীকে কৃষ্ণষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিনী, শ্রীকৃষ্ণ জয়ন্তী এবং শ্রী জয়ন্তীও বলা হয়।

জন্মাষ্টমীর শুভ ক্ষণ

  • শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর শুভ মুহূর্ত জন্মাষ্টমীর তারিখ - ১১ অগাষ্ট, ২০২০ 
  • অষ্টমী তিথি শুরু - ১১ অগাষ্ট, সকাল ০৯টা ০৬ মিনিটে 
  • অষ্টমী তিথি শেষ - ১২ অগাষ্ট, বেলা ১১টা ১৬ মিনিটে 
  • রোহিনী নক্ষত্র শুরু - ১৩ অগাষ্ট, রাত ০৩টা ২৭ মিনিটে 
  • রোহিনী নক্ষত্র শেষ - ১৪ অগাষ্ট, সকাল ০৫টা ২২ মিনিটে

পুজোর বিধি-
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পুজোর জন্য সকালে উঠে স্নান সেরে নতুন বস্ত্র পরে পুজো শুরু করুন। শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জন্মাষ্টমী পালন করা হয় বলে এই দিনে শ্রীকৃষ্ণের শিশু রূপের পুজা করার প্রথা রয়েছে। পুজো শুরুর আগে পঞ্চামৃত ও গঙ্গা জল দিয়ে বাল কৃষ্ণকে স্নান করান। এর পরে, তাঁকে নতুন পোশাক পরান। গোপালকে মিষ্টান্ন এবং তাঁর প্রিয় জিনিসগুলি অর্পণ করুন। এরপরে, তাঁর মহিমা কীর্তন ও আরতি করুন।
Blogger দ্বারা পরিচালিত.