'দিল বেচারা' ছবির জন্য অর্ধেক পারিশ্রমিকে কাজ করেছিলেন সুশান্ত, কারণ জানলে অবাক হবেন


Odd বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুতে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে সিবিআই তাঁর মৃত্যুর তদন্ত করছে। প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ হিসাবে বলিউডে স্বজন পোষণকে দায়ি করা হলেও এর আগে Odd বাংলা-এ প্রকাশিত একাধিক প্রতিবেদনে এর আগেও বলা হয়েছিল যে, সুশান্তের কাজের অভাব ছিল না। বলিউডের শীর্ষস্থানীয় চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে তাঁর বেশকিছু প্রজেক্টে কাজ করার কথা চলছিল।

কিন্তু জানেন কি 'দিল বেচারা' ছবিতে অভিনয়ের জন্য অর্ধেক পারিশ্রমিক নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। সম্প্রতি এমনই অবাক করা তথ্য দিয়েছেন সুশান্তের এক ঘনিষ্ঠ বন্ধু, যিনি 'দিল বেচারা' ছবির চুক্তির সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, প্রত্যেকটি ছবির জন্য সুশান্ত সাধারণ ৬-৮ কোটি টাকা নিয়ে থাকেন, কিন্তু 'দিল বেচারা'-র জন্য তিনি নিয়েছিলেন ৩ কোটি টাকার সামান্য বেশি। কিন্তু কেন?

'দিল বেচারা' হল কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া পরিচালিত প্রথম ছবি। কাজের সম্পর্কের বাইরে মুকেশ এবং সুশান্ত খুবই ভাল বন্ধুও বটে। মুকেশই সুশান্তকে লঞ্চ করেছিলেন, তাই সুশান্তও তাঁর বন্ধুকে কথা দিয়েছিলেন যে, মুকেশের প্রথম ছবিতে সুশান্তই কাজ করবেন। প্রাথমিকভাবে ছবির নাম দেওয়া হয়েছিল 'কিজি অওর ম্যানি'। ছবিটি তৈরি হতে এক বছর বেশি সময় লেগেছিল কারণ টাকা-পয়সা নিয়ে বেশকিছু সমস্যা দেখা দিয়েছিল। পাশাপাশি অভ্যন্তরীণ কিছু পরিবর্তনের কারণেও অতিরিক্ত সময় লাগছিল। ইত্যাদি নানা সমস্যার মধ্যে সুশান্ত যখন দেখলেন তাঁর টিম যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, তখনই তিনি কম পারিশ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।  
Blogger দ্বারা পরিচালিত.