প্রায় সাড়ে ৫ মাস পর ৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় ফের চালু হবে মেট্রো রেল
Odd বাংলা ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান, আগামী ৮ সেপ্টেম্বর থেকে শহরে ফের চলবে মেট্রো রেল। করোনা পরিস্থিতিতে স্তব্ধ শহরে আর চাকা ঘোরেনি শহরের অন্যতম দ্রুত পরিবহনের। করোনা সঙ্কট পেরিয়ে এবার 'নিউ নর্ম্যাল'-এ শুরু হবে মেট্রো পরিষেবা৷ কেন্দ্রের তরফে আগামী ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা চালুর কথা বলা হলেও এরাজ্যে ৭ সেপ্টেম্বর লকডাউন থাকার জন্য ৮ তারিখ থেকে শুরু হবে পরিষেবা। এদিন নির্দেশিকা প্রকাশ করে নবান্নের তরফে জানানো হয়েছে, বিধি মেনে ৮ তারিখ থেকে ধাপে ধাপে পরিষেবা শুরু করবে কলকাতা মেট্রো৷ আপাতত, সংক্রমণ এড়াতে টোকেন নয়, যাত্রা করতে ভরসা কেবলই স্মার্ট কার্ড৷
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে৷ কাউন্টারে মিলবে স্মার্ট কার্ড৷ মেট্রোর সংখ্যা কমানো হবে৷ সংক্রমণ এড়াতে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে একটি করে আসন ছেড়ে ছেড়ে বসার ব্যবস্থা করা হবে৷ বাকিটা রাজ্যের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে৷'
কলকাতার মেট্রো পরিষেবা শুরু করতে সবুজ সংকেত মিললেও এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলে, ভিড় ও যাত্রী নিয়ন্ত্রণ৷ লকডাউনের আগে দমদম থেকে গড়িয়া সোম থেকে শুক্রবার সারাদিনে ২৮৮টি ট্রেন চলাচল করত৷ শনিবার ২৩৬ মেট্রো ও রবিবার ১২৪ মেট্রো চলাচল করত৷ সূত্রের খবর, আনলক পর্যায়ে কোভিড বিধি মেনে মেট্রো চালাতে সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত পরিষেবা দেওয়া হবে৷
Post a Comment