এই রাখি বন্ধনে কলকাতা পুলিশের অভিনব প্রয়াস, সচেতনতা বাড়াতে 'মাস্ক বন্ধন'-এ ঝোঁক
Odd বাংলা ডেস্ক: ভাইয়ের প্রতি বোনের ভালবাসা হোক কিংবা নির্ভেজাল ভ্রাতৃত্বের নিদর্শন হিসাবে যুগ যুগ ধরে রাখি বন্ধন উৎসবের প্রচলন হয়ে আসছ। কিন্তু চলতি বছরে মারণ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জেরে উৎসবের মরশুমও আজ জৌলুস হারিয়েছে। করোনার কবলে প্রাণ হারিয়েছেন তামাম জনতা। সেইসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করা প্রথম সারির যোদ্ধা, যেমন চিকিৎসক, পুলিশকর্মী এমনকি স্বাস্থ্যকর্মীরাও প্রাণ হারিয়েছেন। কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখ বোলালে দেখা যাবে প্রত্যেকদিন প্রাণ হারাচ্ছেন করোনা যোদ্ধারা।
Post a Comment