খনি থেকে ৩৫ লক্ষ টাকার হিরে পেয়ে রাতারাতি ভাগ্য খুলে গেল মধ্যপ্রদেশের এক শ্রমিকের


Odd বাংলা ডেস্ক: মধ্য প্রদেশের পান্না জেলার একটি হিরে খনিতে ৩০ লক্ষ থেকে ৩৫ লক্ষ টাকার তিনটি হিরের সন্ধান পেয়ে রাতারাতি কোটিপতি গেলেন এক খনি শ্রমিক। 

পান্না জেলার হিরে কর্মকর্তা আরকে পান্ডে জানিয়েছেন, একটি অগভীর খনি খননকালে সুবল নামে এক শ্রমিক তিনটি হিরে পান, যার নেট ওজন সাড়ে ৭.৫ ক্যারেট ছিল। বিশেষজ্ঞরা ওই মূল্যবান পাথরের মূল্য ৩০ লক্ষ থেকে ৩৫ লক্ষ টাকার মধ্যে রেখেছেন।

আরকে পান্ডে বলেছিলেন, জেলা হিরে অফিসে এসে শ্রমিকরা ওই মূল্যবান পাথরগুলি জমা রেখেছিল এবং সরকারের নিয়ম অনুসারে সেগুলি নিলাম করা হবে। আরও জানা গিয়েছে ১২ শতাংশ শুল্ক ছাড়ের পরে, সুবল বিক্রয়ের বাকি ৮৮ শতাংশ পাবেন, বলে জানালেন ওই কর্মকর্তা। 

কিছু দিন আগে, অন্য এক শ্রমিক মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের পান্না জেলার একটি খনি থেকে ১০.৬৯ ক্যারেটের হিরে পেয়েছিলেন। প্রসঙ্গত, পান্না জেলাটি একটি অনগ্রসর এলাকায় অবস্থিত হলেও হিরে খনির জন্য এটি বিশ্ব বিখ্যাত। 
Blogger দ্বারা পরিচালিত.