'হিরোইন' ছবিতে বলিউডের বাস্তব চিত্র তুলে ধরে রোষের মুখে পড়েছিলেন পরিচালক মধুর ভান্ডারকর


Odd বাংলা ডেস্ক: বলিউডের রুপোলি জগত দেখে বিস্মিত হন সাধারণ মানুষ। কিন্তু এর নেপথ্যে যে কি মারাত্মক কঠিন বাস্তব লুকিয়ে রয়েছে তা বড় পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক মধুর ভান্ডারকর, তাঁর পরিচালিত 'হিরোইন' ছবির মাধ্যমে। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর ফিল্ম ইন্ডাস্ট্রির রোষের মুখে পড়েছিলেন পরিচালক। ছবির মুখ্য ভুমিকায় অভিনয় করেছিলেন করিনা কাপুর। ছবিতে দেখানো হয়েছিল ফিল্ম জগতের মধ্যেও কীভাবে দুর্নীতি চলে। পুরুষ লিডের মন মর্জি অনুসারে কীভাবে লিড অভিনেত্রীর চরিত্রে কাটছাঁট করা হয়। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে মধুর জানিয়েছেন, 'সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পরে, নেটজনতা আমাকে বলছেন যে, হিরোইন ছবিতে যা দেখিয়েছি তা সত্য। আমি এই ছবিতে তুলে ধরেছি একজন অভিনেতাকে কোন কোন বিষয়ের মধ্য দিয়ে যেতে হয়, কীভাবে তাঁরা নিজের লড়াই নিজেরা লড়েন, জনসংযোগ বিষয়ক এবং অন্যান্য সমস্ত কিছুই এই ছবিতে দেখিয়েছি।' 

মধুর আরও জানান, 'আমি যখন সিনেমাটি তৈরি করেছি তখন সিনে দুনিয়ার মানুষজন আমার উপর খুব বিরক্ত হয়েছিলেন। তাঁদের মতে, আমি বাস্তব জীবন দ্বারা পরিচালিত হয়েছিলাম। এর আমি যখন ছবিটিকে দাঁড় করালাম তখন সেই ব্যক্তিরাই আমাকে এবং আমার কাজকে প্রশংসা করেছিলেন। আমি ছবিতে যা দেখিয়েছি তা ৯৫ শতাংশ সত্য। আমি একজন সৎ চলচ্চিত্র নির্মাতা এবং আমার কেরিয়ারে আমি যে ধরণের কাজ করেছি তা নিয়েই আমি চলছি। আমি কোনও লবি বা শিবিরের মানুষ নই।'

হিরোইন ছবিতে প্রথমে ঐশ্বর্য রাইয়ের অভিনয় করার কথা ছিল। এরপর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাঁর জায়গায় করিনাকে নেওয়া হয়। ছবিতে অভিনয় করে বিশেষ প্রশংসা কুড়িয়েছিলেন অর্জুন রামপাল, দিব্যা দত্ত, রণদীপ হুদা ও শাহানা গোস্বামীর মতো অভিনেতা-অভিনেত্রীরা।
Blogger দ্বারা পরিচালিত.