জীবনে প্রথম চাকরি পাওয়ার আগেই আপনার সন্তান হতে পারে কোটিপতি



Odd বাংলা ডেস্ক: বর্তমানে ইনভেস্টমেন্টের জন্য মিউচ্যুয়াল ফান্ড সবচেয়ে লাভজনক বলে মনে করা হচ্ছে ৷ মিউচ্যুয়াল ফান্ডে কেবল নিজের নামে নয়, সন্তানদের নামেও ইনভেস্ট করতে পারবেন ৷ 

বাবা মায়েরা যদি ঠিক সময় সঠিক জায়গায় ইনভেস্ট করা শুরু করে তাহলে সন্তানরা ১৮ বছর হতেই কোটিপতি হয়ে যাবে ৷ দেখে নিন কীভাবে- বাচ্চাদের নামে সিঙ্গল ভাবে মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করে দেওয়া যেতে পারে ৷ এখানে অভিভাবকদের নাম থাকা জরুরি ৷ 

বাচ্চার বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক ৷ বাচ্চার নামে পাসপোর্ট থাকলে সেটিও বৈধ হিসেবে ধরা হবে ৷ এর সঙ্গে বাচ্চা বাবার স্বাক্ষর লাগবে ৷ SIP-র মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্ট করা এখন সবচেয়ে বেশি জনপ্রিয় ৷ এসআইপি প্ল্যানে বাচ্চার নামে ইনভেস্ট করা সবচেয়ে বেশি লাভজনক ৷ তবে সন্তানের ১৮ বছর হয়ে গেলে আর এখানে ইনভেস্ট করা যাবে না ৷ ১৮ বছর পূর্ণ হতেই একটি প্রক্রিয়ার পর সমস্ত টাকা সন্তানের নামে হয়ে যাবে ৷ 

 আপনি যদি চান যে ১৮ বছর হতেই আপনার সন্তান কোটিপতি হয়ে যায় তাহলে জন্মের সময় থেকেই প্রতি মাসে ৫০০০ টাকা মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্ট করতে শুরু করুন ৷ প্রতি বছর এই ইনভেস্টমেন্ট ১৫ শতাংশ বাড়িয়ে দিন ৷ ১২ শতাংশের হিসেবেও যদি প্রতি মাসে রিটার্ন পাওয়া যায় তাহলে ১৮ বছর হতেই আপনার সন্তান কোটিপতি হয়ে যাবে ৷
Blogger দ্বারা পরিচালিত.