আজব কান্ড! দুধ দিচ্ছে পুরুষ ছাগল


Odd বাংলা ডেস্ক: অবাস্তব মনে হলেও সত্য, পুরুষ ছাগল দুধ দিচ্ছে। এ ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিস্ময়, কৌতূহল বেড়েই চলেছে স্থানীয়দের মধ্যে। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে রাজস্থানের ঢোলপুরের কাছে গুরজা গ্রামে। জানা গেছে, দুধ দেওয়া ওই পুরুষ ছাগলটির মালিক গুরজা গ্রামের বাসিন্দা রাজীব কুশওয়াহার। 

আড়াই মাস বয়সের ছাগলটি কেনার মাস ছয়েক পর থেকেই দুধ দেওয়া শুরু করে ছাগলটি। রাজীব কুশওয়াহার জানান, ছাগলটির থেকে দুধ বের করার চেষ্টা করতে গেলে তিনি দেখেন দুধ দিচ্ছে ছাগলটি। প্রত্যেকদিন অন্তত ২০০-২৫০ গ্রাম দুধ দিতে পারে ওই ছাগল। স্থানীয় একজন জানান, ‘জীবনে প্রথম এরকম ছাগল আমি দেখলাম, যে দুধ দেয়।’ 

এ বিষয়ে পশু চিকিৎসকেরা জানান, হরমোনের সমস্যার কারণেই এভাবে দুধ দিচ্ছে ছাগলটি। বিষয়টি নিয়ে ভেটেনারি সার্জেন জ্ঞান প্রকাশ সাক্সেনা জানান, হরমনোনের ব্যালান্সে সমস্যা থাকার জন্যই এই প্রবণতা তৈরি হয়। জন্ম থেকেই এই সমস্যা দেখা যায় বলেও উল্লেখ করেন তিনি।
Blogger দ্বারা পরিচালিত.