'আমাদের রাজ্যের বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছেন না কেন?' বৈঠকে মোদীকে প্রশ্ন মমতার
Odd বাংলা ডেস্ক: এবার করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকেও বকেয়া মেটানোর দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে এ কথা জানান তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার অনুরোধ সত্ত্বেও বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র। অথচ করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের খরচ বেড়েই চলেছে ।
গত কয়েক মাসে একাধিকবার এমন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠকে মমতা জানান, জিএসটি ক্ষতিপূরণ এবং বকেয়া বাবদ রাজ্যের মোটা অংকের পাওনা বাকি রেখেছে কেন্দ্র। করোনা পরিস্থিতিতে তা মিটিয়ে দেয়া দরকার।
মমতা বলেন, জিএসটি ক্ষতিপূরণ বাবদ চার হাজার ১৩৫ কোটি টাকা এবং অন্যান্য বকেয়া বাবদ রাজ্যের ৫৩ হাজার কোটি টাকা বাকি রেখেছে কেন্দ্রীয় সরকার। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অন্তত তা মিটিয়ে দেয়া হোক।
করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনোরকম সাহায্য পাচ্ছে না বলে আগেও অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
Post a Comment