স্বাধীনতা দিবসের দিনই বিরাট ঘোষণা করতে পারেন মোদী, স্বাস্থ্য ক্ষেত্রে আসতে পারে জোয়ার



Odd বাংলা ডেস্ক: প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি One Nation One Ration Card-এর মতো One Nation one Health Card নিয়ে আসার প্রস্তুতি শুরু করেছে ৷ সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্র সরকার ১৫ অগাস্ট রাষ্ট্রীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনের ঘোষণা করতে পারেন ৷ এই স্কিমে দেশের সমস্ত নাগরিকের হেলথের ডেটা একটি প্ল্যাটফর্মে থাকবে ৷ আধার কার্ডের মতো সকলের হেলথ আইডি কার্ড তৈরি করা হবে ৷ ডেটায় চিকিৎসকের ডিটেলসের পাশাপাশি গোটা দেশের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে ৷ সরকারের এই স্কিমে প্রত্যেক নাগরিককে একটি হেলথ কার্ড তৈরি করতে হবে ৷ এর মাধ্যমে হওয়া সমস্ত চিকিৎসা, শারীরিক পরীক্ষার তথ্য কার্ডে ডিজিটালি সেভ করা থাকবে ৷ এর রেকর্ড থাকবে ৷ র সুবিধা হচ্ছে দেশের যে কোনও হাসপাতাল বা চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে গেলে আগে চিকিৎসার তথ্য বা পরীক্ষার রিপোর্ট নিয়ে যেতে হবে না ৷ চিকিৎসকেরা যেখান থেকে ইচ্ছে আপনার ইউনিক আইডি-র মাধ্যমে সমস্ত মেডিকেল রেকর্ড দেখতে পারবেন ৷ রেকর্ডের জন্য ক্লিনিক, হাসপাতাল ও চিকিৎসকেরা একটি সেন্ট্রাল সার্ভারের সঙ্গে লিঙ্ক থাকবে ৷ তবে এটা সম্পূর্ণ নাগরিকদের ইচ্ছের উপর নির্ভর যে তারা এই স্কিমের সঙ্গে যুক্ত হতে চান কি না ৷ প্রত্যেক নাগরিককে একটি ইউনিক আইডি দেওয়া হবে যার মাধ্যমে তারা লগইন করতে পারবেন ৷
Blogger দ্বারা পরিচালিত.