১৪ বছর আগে লোকাল ট্রেনে চুরি, ৯০০ টাকা সমেত মানিব্যাগ ফেরত দিল পুলিশ
Odd বাংলা ডেস্ক: ১৪ বছর পরে হারিয়ে যাওয়া মানিব্যাগ ফেরত পেলেন মুম্বইয়ের বাসিন্দা। ২০০৬ সালে মুম্বই স্টেশনে খোয়া গিয়েছিল হেমন্ত পদলকারের মানিব্যাগটি। মুম্বই পুলিশ সেটি খুঁজে পেয়ে মালিকের হাতে তুলে দিল তাঁর আমানত।
২০০৬ সালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী স্টেশনে হারিয়ে যায় হেমন্ত পদলকারের মানিব্যাগটি। তারপর ১৪ বছর পেরিয়ে গিয়েছে। ২০২০ সালে এপ্রিল মাসে হঠাৎই তাঁর কাছে মুম্বইয়ের এক জিআরপি আধিকারিকের একটি ফোন আসে। জানতে পারেন, ১৪ বছর আগে হারিয়ে যাওয়া মানিব্যাগটির সন্ধান মিলেছে।
কিন্তু তখন গোটা দেশে জোরদার লকডাউন চলছে, তাই তিনি বাড়ি থেকে বেরতে পারেননি। সম্প্রতি লকডাউন শিথিল হওয়ার পর পানভেলের বাসিন্দা হেমন্ত জিআরপির দপ্তরে গিয়ে মানিব্যাগটি উদ্ধার করে আনেন। তাঁর দেওয়া তথ্য থেকেই জানা যায়, সেসময়ে তাঁর মানিব্যাগে ৯০০ টাকা ছিল। যার মধ্যে একটি পুরনো ৫০০ টাকার নোট ছিল। আর বাকি ৪টি ১০০ টাকার নোট। জিআরপি ৯০০ থেকে ১০০ টাকা কেটেছে স্ট্যাম্প কাগজের জন্য। বাকি ৮০০ টাকার মধ্যে ৩০০ টাকা এখন ফেরত দিয়েছে।
বাকি ৫০০ টাকাটা নোট বদল করিয়ে ফেরত দেবে। তিনি জানালেন, আমি খুবই কৃতজ্ঞ জিআরপি–এর কাছে। আমি যখন সেখানে যাই, দেখতে পাই আরও অনেকে মিলে ভিড় করে রয়েছে। সকলেই নিজেদের হারিয়ে যাওয়া টাকা ফেরত নিতে এসেছেন। তাঁদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁদের নোটও সেই নোটবন্দির আগের জমানার। যেভাবে সেগুলো ফেরত দেওয়া হচ্ছে, তা দেখে অবাক হতে হয়।
এক জিআরপি আধিকারিক জানালেন, যে এই মানিব্যাগটি চুরি করেছিল, তাকে কিছুদিন আগে গ্রেপ্তারও করা হয়েছে।
Post a Comment